/indian-express-bangla/media/media_files/2025/05/30/0XEKMtd3hJ6clrdgp1wW.jpg)
বেঙ্গালুরুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি
IPL 2025: প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে (Punjab Kings) কার্যত ল্যাজেগোবরে করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। একতরফা ম্য়াচে আরসিবি ব্রিগেড ৮ উইকেটে পঞ্জাবের বিরুদ্ধে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাবের ব্যাটিং অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শ্রেয়স আইয়ারের দল মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায়। জস হ্যাজেলউড এবং সুয়শ শর্মা তিনটে করে উইকেট শিকার করেছেন। বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর ব্যাটিং ধামাকা করে বেঙ্গালুরু। ফিল সল্ট বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ২৭ বলে ৫৬ রান করেন। এই ইনিংসের দৌলতেই আরসিবি মাত্র ১০ ওভারে ১০২ রানের টার্গেট তাড়া করে ফেলে। আইপিএল টুর্নামেন্টের প্লে-অফ ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ইতিহাস গড়ল আরসিবি
পঞ্জাব কিংসকে প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে ৮ উইকেটে হারানোর পাশাপাশি আরসিবি এক নয়া ইতিহাস কায়েম করে ফেলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র ১০ ওভারে এই টার্গেট তাড়া করে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে। বলের নিরিখে আইপিএল প্লে-অফে এটাই আরসিবি-র সবথেকে বড় ব্যবধানে জয়। বেঙ্গালুরু ৬০ বল বাকি থাকতে এই ম্য়াচে জয়লাভ করেছে। টার্গেট তাড়া করতে নেমে আরসিবি-র শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। বিরাট কোহলি মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ময়াঙ্ক আগরওয়াল এবং ফিল সল্ট দ্বিতীয় উইকেটে ৫০+ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ময়াঙ্ক ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, সল্ট ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। অধিনায়ক রজত পতিদার ৮ বলে ১৫ রান করেন এবং ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
তাসের ঘরের মতো ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং অর্ডার
আরসিবি বোলারদের সামনে পঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল। টস হারার পর প্রথমে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস। কিন্তু, শুরুটা তারা যারপরনাই খারাপ করল। মাত্র ৭ রানে আউট হয়ে ফিরে যান প্রিয়াংশ আর্য। জস ইংলিশ ৪ রান করে জস হ্যাজেলউডের বলে প্যাভিলিয়নে ফিরে যান। প্রভসিমরন সিং বেশ কয়েকটা দুর্দান্ত শট হাঁকিয়েছেন। কিন্তু, তিনিও ১৮ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। অধিনায়ক শ্রেয়স আইয়ার এই ম্য়াচে চূড়ান্ত ফ্লপ হয়ে যান। মাত্র ২ রান করেই তাঁকে ফিরতে হয়। নেহাল বঢেরার খাতায় ৮ রান যোগ হয়, অন্যদিকে শশাঙ্ক সিং মাত্র ৩ রানই করতে পারেন। মুশির খান রানের খাতাই খুলতে পারলেন না। পঞ্জাবের হয়ে সর্বাধিক ২৬ রান করলেন মার্কাস স্টোয়েনিস। সেকারণেই পঞ্জাব কোনওমতে ১০০ রানের চৌকাঠ স্পর্শ করে। আরসিবি বোলারদের মধ্যে হ্যাজেলউড এবং সুয়শ শর্মা তিনটে করে উইকেট শিকার করেছেন। অন্যদিকে, যশ দয়াল ২ উইকেট শিকার করেন।