RCB vs RR Highlights, IPL 2025: দাপুটে ব্যাটিংয়ে শাসন বিরাট-সল্টের, স্বস্তির জয় বেঙ্গালুরুর

RCB vs RR Highlight, Royal Challengers Bengaluru vs Rajasthan Royals IPL 2025: জয়ের জন্য ১৮৪ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্ট (৬৫) এবং বিরাট কোহলির (৬২*) দাপ'টে এই ম্য়াচে সহজ জয়লাভ করে আরসিবি।

RCB vs RR Highlight, Royal Challengers Bengaluru vs Rajasthan Royals IPL 2025: জয়ের জন্য ১৮৪ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্ট (৬৫) এবং বিরাট কোহলির (৬২*) দাপ'টে এই ম্য়াচে সহজ জয়লাভ করে আরসিবি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
RR vs RCB Live Updates 1

ব্যাট করছেন বিরাট কোহলি এবং ফিল সল্ট

RCB vs RR IPL 2025 Highlight: নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। শেষ হল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্য়াচ। জয়পুরে এই খেলাটি আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর পয়েন্ট টেবিলে তারা তিন নম্বরে উঠে এসেছে।

Advertisment

যশস্বী ছাড়া কেউ বড় রান করতে পারলেন না

চলতি মরশুমে প্রথম ম্য়াচ সাওয়াই মান সিং স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খেলা শুরু। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। হাফসেঞ্চুরি করেন রাজস্থানের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল।

দুর্দান্ত ব্যাটিং সল্ট-কোহলির

Advertisment

এরপর ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেখে মনে হচ্ছিল, বিরাটরা যেন একেবারে আলাদা উইকেটে ব্যাট করছেন। ৬৫ রানে ফিল সল্ট ফিরলেও, শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন বিরাট কোহলি। শেষপর্যন্ত ৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন দেবদত্ত পাডিক্কলও। তিনি ৪০ রানে অপরাজিত থাকেন। অবশেষে ৯ উইকেটে ধামাকাদার জয়লাভ করল আরসিবি।

  • Apr 13, 2025 19:01 IST

    RR vs RCB Live Updates: ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

    সন্দীপ শর্মার বলে কাট শট মেরে বাউন্ডারি হাঁকাতেই জয়লাভ করল আরসিবি। এই নিয়ে বেঙ্গালুরু টানা ৪ অ্যাওয়ে ম্য়াচে জয়লাভ করব। ৬২ রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

    লাইভ স্কোর: আরসিবি (১৭৫/১, ১৭.৩ ওভার)। জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট তাড়া করল বেঙ্গালুরু। ক্রিজে অপরাজিত থাকলেন কোহলি (৬২*), পাডিক্কল (৪০*)।



  • Apr 13, 2025 18:57 IST

    RR vs RCB Live Updates: জ্বালাময়ী হাফসেঞ্চুরি কিং কোহলির

    চলতি আইপিএল মরশুমে তৃতীয় হাফসেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে তিনি শততম অর্ধশতরান করলেন। ওয়ানিন্দু হাসারঙ্গার বলে তিনি এই ল্যান্ডমার্ক অর্জন করেন। এখনও বেঙ্গালুরুর জয়ের জন্য ৩০ বলে ২৮ রান দরকার।



  • Apr 13, 2025 18:17 IST

    RR vs RCB Live Updates: অবশেষে আউট ফিলিপ সল্ট

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ফিলিপ সল্ট অবশেষে আউট হলেন। তিনি ৩৩ বলে ৬৫ রান করলেন। কুমার কার্তিকেয়র বলে বড় শট মারতে গিয়েছিলেন। কিন্তু, ডিপ মিড উইকেটে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন। আজ সল্ট যে শতরানের মানসিকতায় ব্যাট করছিলেন, তা বলাই যায়। কিন্তু, সেই মাইলস্টোন শেষপর্যন্ত তিনি হাতছাড়া করলেন।

    লাইভ স্কোর: আরসিবি (৯৪/১, ৯ ওভার)। জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট তাড়া করছে বেঙ্গালুরু। ক্রিজে রয়েছেন কোহলি (২৪*), পাডিক্কল (১*)।



  • Apr 13, 2025 18:09 IST

    RR vs RCB Live Updates: নজরকাড়া হাফসেঞ্চুরি ফিল সল্টের

    চলতি আইপিএল মরশুমের দ্বিতীয় হাফসেঞ্চুরি হাঁকালেন ফিল সল্ট। মাত্র ২৮ বলে। ওয়ানিন্দু হাসারঙ্গার ওভার থেকে তিনি ১২ রান সংগ্রহ করলেন।

    লাইভ স্কোর: আরসিবি (৮২/০, ৬ ওভার)। জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট তাড়া করছে বেঙ্গালুরু। ক্রিজে রয়েছেন কোহলি (২২*), সল্ট (৫৯*)।



  • Apr 13, 2025 17:55 IST

    RR vs RCB Live Updates শেষ হল পাওয়ারপ্লে, জঘন্য ফিল্ডিং রাজস্থানের

    আরও একটি উইকেট হাতছাড়া করলেন সন্দীপ শর্মা। এবার ৪০ রানের মাথায় ফিল সল্টের ক্যাচ মিস করলেন যশস্বী জয়সওয়াল।

    চূড়ান্ত হতাশ হয়ে পড়লেন সন্দীপ শর্মা। এমনকী, রান আউট করার সুযোগও ছিল। কিন্তু, বলটা কভার করতেও এলেন না সন্দীপ।

    পাওয়ারপ্লে শেষে আরসিবি বিনা উইকেটে ৬৫ রান করেছে।

    লাইভ স্কোর: আরসিবি (৬৫/০, ৬ ওভার)। জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট তাড়া করছে বেঙ্গালুরু।



  • Apr 13, 2025 17:40 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: বিরাট কোহলির ক্যাচ ফেললেন রিয়ান পরাগ

     

    সন্দীপ শর্মার বলে স্টেপ আউট করে বড় শট মারতে যান বিরাট কোহলি। সেইসময় তিনি ৯ রানে ব্যাট করছিলেন। বলটা অনেকটা উপরের দিকে উঠে গিয়েছিল। পরাগ বলের নিচে চলেও এসেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত ক্যাচটা তাঁর হাত ফসকে যায়। এই ক্যাচ মিসের জন্য রাজস্থানকে বিপদে পড়তে হবে কি না, সেটাই আপাতত দেখার।



  • Apr 13, 2025 17:34 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং

    সূর্যের আগুন উত্তাপ আপাতত কিছুটা হলেও ঢলতে শুরু করেছে। ডাগ আউট থেকে ব্যাট করতে নামছেন সল্ট এবং কোহলি। রাজস্থান রয়্যালস এখনও ডাগ আউটেই রয়েছে। এই রানটা তাড়া করা বেশ আকর্ষণীয় হবে। কারণ গত ম্য়াচের মতো এটা একেবারে ব্যাটিং সহায়ক উইকেট নয়। এই উইকেটের গতি অনেকটাই স্লো। বল থমকে থমকে আসছে। টি-২০ ক্রিকেটে এই প্রথমবার জোফ্রা আর্চারের বিরুদ্ধে খেলতে নামছেন ফিল সল্ট। তাহলে শুরু করা যাক!



  • Apr 13, 2025 17:30 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: কী বললেন যশস্বী জয়সওয়াল?

    আমি পরিস্থিতি অনুসারে ব্যাট করার চেষ্টা করেছি। পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেছিলাম যাতে ১৭০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারি। দলের অন্য ব্যাটারদের জন্য ভিতটা তৈরি করছিলাম। দলকে একটা ভাল স্টার্ট দিতে পেরেছি। এই উইকেটে ১৭৩ রান যথেষ্ট। উইকেটে দ্বিমুখী গতি রয়েছে। আশা করব, আমাদের দলের বোলাররা এই ম্য়াচটা উপভোগ করবে। আমিও ম্য়াচটা উপভোগ করতে চাই।



  • Apr 13, 2025 17:15 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ করল রাজস্থান রয়্যালস

    রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খারাপ ফিল্ডিং এবং একাধিক ক্যাচ হাতছাড়া হওয়ার পর রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করতে পেরেছে। এরমধ্যে ডেথ ওভারে (১৭-২০) তারা ৪৭ রান সংগ্রহ করেছে। সত্যি কথা বলতে কী, রবিবার রাজস্থান রয়্যালসের ব্যাটিং একেবারে গিয়ার বদল করতে পারেনি। শুরুতেই আউট হয়ে যান স্যামসন। পরাগের টাইমিং ঠিকঠাক হয়নি। জুরেলকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে। 

    পাওয়ারপ্লে চলাকালীন জয়সওয়াল শুরুটা ভাল করলেও, মিডল ওভারে তিনি যথেষ্ট ধীরগতিতে রান করেন। ডেথ ওভার শুরু হওয়ার আগেই আউট হয়ে যান তিনি। ফলে রাজস্থান শিবিরে রানের গতিতে যে অন্তিম ধাক্কাটা দরকার ছিল, সেটা তিনি দিতে পারলেন না। 

    এই পরিস্থিতিতে ধ্রুব জুরেলের অবশ্য খুব বেশিকিছু করার ছিল না। যদি জুরেলের ওই ক্যাচটা বিরাট না মিস করতেন, তাহলে রাজস্থানের রান আরও কম হত। এই উইকেটে ১৭৪ রানের টার্গেট তাড়া করে জিততে পারবে আরসিবি? সেটাই এখন দেখার।



  • Apr 13, 2025 17:10 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: ১৯ ওভারে জ্বলে উঠলেন ধ্রুব

    যশ দয়াল নিজের শেষ ওভারে ১৫ রান দিলেন। ধ্রুব জুরেল ব্যাটিং গিয়ার বদল করেছেন। তিনি প্রথম ২ ডেলিভারিতেই তিনি এই পেসারকে একটি ছক্কা এবং একটি বাউন্ডারি মারলেন। ১৯ ওভার শেষে রাজস্থান ১৬০ রানের চৌকাঠ পার করল। 

    শেষ ওভারে বল করতে এলেন ভুবনেশ্বর কুমার।



  • Apr 13, 2025 17:07 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: ধ্রুব জুরেলের ক্যাচ মিস করলেন বিরাট কোহলি

    আজ আরসিবি-র ফিল্ডিং একেবারে সাধারণমানের হচ্ছে। লং অফে দাঁড়িয়ে ধ্রুব জুরেলের একটি সহজ ক্যাচ মিস করলেন বিিরাট কোহলি। ওই সময় ধ্রুব ১১ রানে ব্য়াট করছিলেন। সূয়শ শর্মা তাঁর স্পেলের শেষ বলে একটি নিশ্চিত উইকেট হাতছাড়া করলেন। 

    বিরাট কোহলি একেবারে খুশি নন। এটা বড় ধাক্কা হতে পারে। যশস্বী এবং ধ্রুবকে পরপর ২ ওভারে ফেরাতে পারলে রাজস্থানের উপর চাপ অনেকটাই বেড়ে যেত।



  • Apr 13, 2025 16:59 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: জয়সওয়ালের উইকেট শিকার করলেন জস হ্যাজেলউড

    যশস্বী জয়সওয়ালের বড় উইকেট শিকার করলেন জস হ্যাজেলউড।

    জয়পুর উইকেটে একেবারে বাউন্স নেই। আর সেই ফায়দা পেলেন হ্য়াজেলউড। রাজস্থান রয়্যালস রিভিউ নিলেও কোনও লাভ হয়নি।

    এবার ব্যাট করতে এলেন শিমরন হেটমায়ার। আশা করা যায়, এবার রানের বন্যা দেখা যাবে।

    লাইভ স্কোর: রাজস্থান (১২৬/৩, ১৬ ওভার) বনাম বেঙ্গালুরু। ধ্রুব জুরেল (২*) এবং শিমরন হেটমায়ার (০*)।



  • Apr 13, 2025 16:41 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: উইকেট!! আউট হলেন রিয়ান পরাগ

    বিরাট কোহলির হাতে সহজ ক্যাচ গিয়ে ফিরে গেলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের দ্বিতীয় উইকেটের পতন হল। উইকেট নিলেন যশ দয়াল।

    এই পরিস্থিতিতে রিয়ানের থেকে এমন দায়িত্বজ্ঞানহীন শট কেউ আশা করেননি। চাপ বাড়ল রাজস্থানের উপর।

    লাইভ স্কোর: রাজস্থান (১০৫/২, ১৩.২ ওভার) বনাম বেঙ্গালুরু। ধ্রুব জুরেল (০*) এবং যশস্বী জয়সওয়াল (৫৭*)।



  • Apr 13, 2025 16:38 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: দুর্দান্ত ফিল্ডিং ফিল সল্টের

    নজরকাড়া ফিল্ডিংয়ের নজির গড়লেন ফিল সল্ট

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ওপেনার বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে হাওয়ায় লাফ দিয়েছিল। বলটা ধরে তিনি শরীরের ভারসাম্য রাখতে পারেননি। তবে একটা নিশ্চিত ওভার বাউন্ডারি বাঁচালেন।

    লাইভ স্কোর: রাজস্থান (১০৪/১, ১২ ওভার) বনাম বেঙ্গালুরু। রিয়ান পরাগ (৩০*) এবং যশস্বী জয়সওয়াল (৫৬*)।



  • Apr 13, 2025 16:35 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: দুর্দান্ত হাফসেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের

    শুরুটা ধীরগতিতে করলেও আপাতত ইনিংসের লাগাম ধরে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। আরসিবি-র বিরুদ্ধে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। আশা করা হচ্ছে, জয়সওয়ালের ব্যাটে ভর করেই বড় রান করবে রাজস্থান।

    লাইভ স্কোর: রাজস্থান (৯৫/১, ১১ ওভার) বনাম বেঙ্গালুরু। রিয়ান পরাগ (২৮*) এবং যশস্বী জয়সওয়াল (৪৯*)।



  • Apr 13, 2025 16:11 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: স্যামসনের উইকেট শিকার করলেন পান্ডিয়া

    এই ম্যাচে ব্যাট করতে যথেষ্ট অসুবিধে হচ্ছিল রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের। অবশেষে সেই কষ্ট লাঘব করলেন ক্রুনাল পান্ডিয়া। তিনি স্যামসনকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। সঞ্জু বড় শট মারার জন্য স্টেপ আউট করেছিলেন। কিন্তু, ক্রুনালের ফ্লাইটে পরাস্ত হলেন তিনি। স্টাম্প আউট হয়ে তাঁকে ফিরতে হল।

    শেষ হল স্যামসনের (১৯ বলে ১৫ রান) লড়াই।

    লাইভ স্কোর: রাজস্থান (৫০/১, ৭ ওভার) বনাম বেঙ্গালুরু। সঞ্জু স্যামসন (১৫) এবং যশস্বী জয়সওয়াল (৩২*)।



  • Apr 13, 2025 16:02 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: জমে উঠেছে খেলা



  • Apr 13, 2025 16:00 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: ৫ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩৬/০

    এই প্রথম বড় ওভার পেল রাজস্থান রয়্যালস। অন্তত বড় বলেই মনে হয়। যশ দয়ালের বলে যশস্বী জয়সওয়াল একটি ছয় এবং একটি চার হাঁকালেন। 

    লাইভ স্কোর: রাজস্থান (৩৬/০, ৫ ওভার) বনাম বেঙ্গালুরু। সঞ্জু স্যামসন (৫*) এবং যশস্বী জয়সওয়াল (২৯*)।



  • Apr 13, 2025 15:44 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: শুরু হল খেলা

    রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নামলেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। শুরুটা একটু ধীরগতিতেই করল রাজস্থান রয়্যালস। RCB-র হয়ে প্রথম ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকালেন যশস্বী।

    লাইভ স্কোর: রাজস্থান (৬/০, ১ ওভার) বনাম বেঙ্গালুরু। সঞ্জু স্যামসন (১*) এবং যশস্বী জয়সওয়াল (৬*)।



  • Apr 13, 2025 15:04 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেঙ্গালুরুর

    টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। তিনি জানিয়েছেন, দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হচ্ছে না।



  • Apr 13, 2025 14:59 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: সবুজ জার্সিতে আরসিবি-র রেকর্ড

    এই সবুজ জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ড একেবারে নজরকাড়া নয়। এই বিশেষ জার্সিতে আরসিবি ১৪ ম্য়াচ খেলেছে। তারমধ্যে ৯ ম্য়াচে তারা হেরে গিয়েছে। মাত্র ৪ ম্য়াচে তারা জয়লাভ করেছে। আর একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে। এই জার্সিতে দলের সর্বাধিক রান ২৪৮ এবং সর্বনিম্ন রান ৯২।



  • Apr 13, 2025 14:56 IST

    RR vs RCB IPL 2025 Live Updates: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু

    রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবুজ রংয়ের জার্সি পরে মাঠে নামবে। গোটা বিশ্বে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যেই বেঙ্গালুরু এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতি বছর একটা ম্য়াচ তারা এই সবুজ রংয়ের জার্সি পরে খেলেতে নামে। ২০১১ সাল থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে বেঙ্গালুরু।



Royal Challengers Bengaluru Rajasthan Royals IPL 2025