/indian-express-bangla/media/media_files/2025/04/24/WeTIW6MXRrF2wsaVODLP.jpg)
RCB vs RR Highlights: চিন্নাস্বামীতে রাজস্থানকে ১১ রানে হারিয়েছে বেঙ্গালুরু
RCB VS RR Highlights: বিরাট কোহলি এবং দেবদত্ত পাডিক্কালের দুর্দান্ত ইনিংসের পর জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) রাজস্থান রয়্যালসকে ১১ রানে পরাজিত করেছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে।
জবাবে রাজস্থান রয়্যালস নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৪ রানেই থেমে যায়। তাদের দলের সর্বাধিক ৪৯ রান করেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে, আরসিবির হয়ে জশ হ্যাজেলউড ৪টি উইকেট নেন, ক্রুণাল পাণ্ডিয়া ২টি উইকেট দখল করেন। এছাড়া ভুবনেশ্বর কুমার এবং যশ দয়াল একটি করে উইকেট পেয়েছেন।
-
Apr 24, 2025 23:29 IST
RCB vs RR Live updates: পারল না রাজস্থান, ডেথ ওভারে পর পর উইকেট ফেলে জয় বেঙ্গালুরুর
RCB vs RR Live Score: ডেথ ওভারে ব্যাটিং ব্যর্থতাই ডোবাল রাজস্থানকে। ঘরের মাঠে জয়ের কাঁটা সরল বেঙ্গালুরুর। ১১ রানে জয়ী আরসিবি। হেরে প্লে-অফের আশা কার্যত শেষ রয়্যালসের।
-
Apr 24, 2025 23:23 IST
RCB vs RR Live updates: দয়ালের বলে আউট শুভম দুবে, আর চাপে রাজস্থান
RCB vs RR Live Score: শেষ ওভারের শুরুতেই নাটক। প্রথম বলেই আউট শুভম দুবে। আরও চাপে রাজস্থান।
-
Apr 24, 2025 23:21 IST
RCB vs RR Live updates: নাটকীয় মোড় ম্যাচে, জিততে গেলে শেষ ওভারে রাজস্থানের দরকার ১৭ রান
RCB vs RR Live Score:১৯তম ওভারে জোড়া শিকার করে বেঙ্গালুরুকে ম্যাচে ফেরালেন হ্যাজেলউড। জিততে গেলে শেষ ওভারে রাজস্থানের দরকার ১৭ রান।
-
Apr 24, 2025 23:11 IST
RCB vs RR Live updates: ভুবনেশ্বরের এক ওভারে উঠল ২২ রান
RCB vs RR Live Score: ১৮তম ওভারে ২২ রান দিলেন ভুবনেশ্বর কুমার। আবার ম্যাচে ফিরল রাজস্থান। কপালে চিন্তার ভাঁজ আরসিবির।
-
Apr 24, 2025 22:44 IST
RCB vs RR Live updates: আবার সাফল্য পেলেন ক্রুণাল, আউট নীতীশ রানা
RCB vs RR Live Score: যখনই প্রায় ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, সেইসময়ই আবার বেঙ্গালুরুকে সাফল্য দিলেন ক্রুণাল পান্ডিয়া। এবার ফেরালেন নীতীশ রানাকে।
-
Apr 24, 2025 22:25 IST
RCB vs RR Live updates: ফের ভুল শট খেলে আউট রিয়ান পরাগ, বেঙ্গালুরুকে সাফল্য দিলেন ক্রুণাল
RCB vs RR Live Score: সবই ঠিকঠাক চলছিল। কিন্তু একটা ভুল শটে উইকেট দিয়ে বসলেন রিয়ান পরাগ। পার্টনারশিপ ভাঙলেন ক্রুণাল পান্ডিয়া।
-
Apr 24, 2025 22:11 IST
RCB vs RR Live updates: ফিফটি হাতছাড়া জয়সোয়ালের, ফিরলেন ৪৯ করে
RCB vs RR Live Score: ফিফটি হাতছাড়া জয়সোয়ালের। দ্বিতীয় উইকেট পড়ল রাজস্থানের।
-
Apr 24, 2025 21:58 IST
RCB vs RR Live updates: Wonder Kid বৈভবকে ফেরালেন ভুবনেশ্বর
RCB vs RR Live Score: বেশি রান করতে পারলেন না রাজস্থানের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। ফেরালেন ভুবনেশ্বর কুমার। প্রথম উইকেট পড়ল রাজস্থানের।
-
Apr 24, 2025 21:50 IST
RCB vs RR Live updates: রাজস্থানের দুই তরুণ তুর্কির ধামাকা ব্যাটিং
RCB vs RR Live Score: বড় রান তাড়া করতে নেমে ধামাকা ব্যাটিং রাজস্থানের দুই তরুণ ব্যাটার জয়সোয়াল এবং বৈভবের। ৪ ওভার শেষে ৪৬ স্কোর রয়্যালসের।
-
Apr 24, 2025 21:18 IST
RCB vs RR Live updates: জেতার জন্য রাজস্থানের সামনে ২০৬ রানের টার্গেট
RCB vs RR Live Score: ইনিংসের শেষ বলে রান আউট ডেভিড। ২০ ওভারে ২০৫ স্কোর করল বেঙ্গালুরু।
-
Apr 24, 2025 20:58 IST
RCB vs RR Live updates: পাডিক্কালের ক্যাচ ধরতে গিয়ে ঘেমে-নেয়ে অস্থির নীতীশ রানা
RCB vs RR Live Score:সন্দীপ শর্মার স্লোয়ারে উইকেট দিয়ে বসলেন পাডিক্কাল। কিন্তু সেই ক্যাচ ধরতে গিয়ে নাকানিচোবানি খেলেন নীতীশ রানা।
-
Apr 24, 2025 20:44 IST
RCB vs RR Live updates: থামল কোহলির ব্যাট, ৭০ রান করে আউট আরসিবি তারকা
RCB vs RR Live Score: অবশেষে আউট বিরাট কোহলি। ৭০ রান করে থামল তাঁর ইনিংস।
-
Apr 24, 2025 20:43 IST
RCB vs RR Live updates: কোহলির পর দুরন্ত ফিফটি পাডিক্কালের
RCB vs RR Live Score: ভয়ঙ্কর ব্যাটিংয়ে রাজস্থানের বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন কোহলি এবং পাডিক্কাল।
-
Apr 24, 2025 20:27 IST
RCB vs RR Live updates: মরশুমের ৫ নম্বর ফিফটি কোহলির
RCB vs RR Live Score: আইপিএল-এর এবারের মরশুমে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। মরশুমের ৫ নম্বর ফিফটি করে ফেললেন কোহলি।
-
Apr 24, 2025 20:19 IST
RCB vs RR Live updates: ১০ ওভারে বেঙ্গালুরুর স্কোর ৮৩-১
RCB vs RR Live Score: বেঙ্গালুরুকে টানছেন কোহলি এবং পাডিক্কাল। ১০ ওভারে বেঙ্গালুরুর স্কোর ৮৩-১
-
Apr 24, 2025 20:07 IST
RCB vs RR Live updates: ভাঙল কোহলি-সল্টের জুটি
RCB vs RR Live Score: রাজস্থানকে প্রথম সাফল্য দিলেন হাসারাঙ্গা। আউট হয়ে ফিরলেন সল্ট।
-
Apr 24, 2025 19:57 IST
RCB vs RR Live updates: ৫ ওভারেই ৫০ বেঙ্গালুরুর
RCB vs RR Live Score: ধামাকা ব্যাটিং কোহলি-সল্টের। ৫ ওভারেই ৫০ বেঙ্গালুরুর
-
Apr 24, 2025 19:46 IST
RCB vs RR Live updates: শুরু থেকেই চালিয়ে ব্যাটিং কোহলি-সল্টের
RCB vs RR Live Score: শুরু থেকেই চালিয়ে ব্যাটিং কোহলি-সল্টের। ৩ ওভার শেষে উঠল ২৮ রান।
-
Apr 24, 2025 19:38 IST
RCB vs RR Live updates: ক্যাচ পড়ল সল্টের
RCB vs RR Live Score: বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারেই সল্টের ক্যাচ মিস করলেন রিয়ান পরাগ।
-
Apr 24, 2025 19:02 IST
RCB vs RR Live updates: টসে জিতল রাজস্থান
RCB vs RR Live Score: চিন্নাস্বামীতে টসে জিতল রাজস্থান। টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালেন রিয়ান পরাগ।
-
Apr 24, 2025 18:25 IST
RCB vs RR Live updates: বেঙ্গালুরু বনাম রাজস্থান হেড-টু-হেড
RCB vs RR Live Score: আইপিএলে এখন পর্যন্ত দুই দলের মধ্যে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে আরসিবি ১৬টি ম্যাচে জয়লাভ করেছে, আর রাজস্থান ১৪টি ম্যাচে জয়লাভ করেছে। এছাড়াও দুই দলের মধ্যে ৩টি ম্যাচের কোনও ফলাফল হয়নি।
-
Apr 24, 2025 18:24 IST
RCB vs RR Live updates: ঘরের মাঠে জয়ের লক্ষ্যে আরসিবি
RCB vs RR Live Score: এই মরশুমে এখন পর্যন্ত আরসিবি ৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৫টি ম্যাচে জয়লাভ করেছে এবং ৩টি ম্যাচে হেরেছে। RCB পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, Rajasthan Royals এই মরশুমে ৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র ২টি ম্যাচ জিততে পেরেছে এবং ৬টি ম্যাচে পরাজিত হয়েছে। রাজস্থান বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে।