/indian-express-bangla/media/media_files/2025/02/15/HVrCFOKcCum11cnSsG1g.jpg)
Richa Ghosh & Kanika Ahuja: রিচা ঘোষ ও কণিকা আহুজা। (ছবি- ফেসবুক)
WPL: RCB vs GTW: আরসিবির অসাধারণ জয়ের পর জয়ের অন্যতম কারিগর রিচা ঘোষকে দেখা গেল 'পুষ্পা' সিনেমার পুষ্পা চরিত্রের মত ভঙ্গিমায়। আর, তাঁর সহযোগী কণিকা আহুজা মাতালেন ভাঙড়ায়। যার জেরে মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) তৃতীয় সংস্করণ হয়ে উঠল প্রাণবন্ত। ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গুজরাট জায়ান্টস ওমেনস মুখোমুখি হয়েছিল। ম্যাচে আরসিবি ছয় উইকেটে জিতেছে।
ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি নয় বল বাকি থাকতেই ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে এই ম্যাচে জিতে গিয়েছে। যা ডব্লিউপিএল ইতিহাসে নজির গড়ল। মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আরসিবি ২০০-এর বেশি রান তাড়া করে জয়ী হল। যা চলতি ডব্লিউপিএলে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রতি অনুরাগীদের আশা আরও বাড়িয়ে তুলল।
এই অসাধারণ জয়ের পরই আরসিবি শিবিরের মেয়েরা আনন্দে নাচতে শুরু করেন। ক্রিকেটের কিটস ফেলে তাঁদের সেই নাচ মাতিয়ে তুলল গোটা স্টেডিয়ামকে। দলের উদ্বোধনী ম্যাচে বিদ্যুতের আলোয় ক্রিকেটারদের এই নাচ ভাইরাল হতে বেশি দেরি হয়নি। এমনকী, আরসিবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই নাচের ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গিয়েছে যে কণিকা আহুজা ভাংড়া নাচছেন। আর, রিচা ঘোষ সিনেমার 'পুষ্পা রাজ'-কে নকল করে 'ফায়ার নেহি ওয়াইল্ডফায়ার' সংলাপ বলছেন।
এসব দেখে রীতিমতো উচ্ছ্বসিত রিচাদের দলনেত্রী স্মৃতি মান্ধানাও। তিনি, রিচা-কণিকা জুটির প্রশংসা করে বলেন, 'আমরা সবাই জানি যে রিচা কী করতে পারে! তাই আমি রিচা সম্পর্কে কিছু বলব না। তবে আজ কণিকা যেভাবে ব্যাট করেছে, তাতে আমি সত্যিই খুশি। ও ওঁর আঘাত কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে। তাতে রিচার ওপর চাপ কমেছে।'
ম্যাচের তারকা রিচা ও তাঁর সহযোগী কনিকা তাঁদের এই স্বপ্নের পার্টনারশিপ সম্পর্কে বলেন, 'কণিকা আর আমি রীতিমতো পরিকল্পনা করে ব্যাট করেছি। আমাদের ওপর কিছুটা হলেও চাপ ছিল। কিন্তু, আমরা সেই চাপের পরিস্থিতিতেও ইতিবাচক ভূমিকা নিয়েছি। তাতেই পরিস্থিতি বদলে গিয়েছে।'
𝐀 𝐰𝐢𝐥𝐝𝐟𝐢𝐫𝐞 𝐛𝐥𝐨𝐜𝐤𝐛𝐮𝐬𝐭𝐞𝐫! 🔥
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 15, 2025
Kanika’s dance moves, Richa’s nonchalance, Perry’s aura and cheerful vibes all around - last night was one for the history books!
Watch the post match reactions, and that special phone call. 🫶#PlayBold#ನಮ್ಮRCB#SheIsBold… pic.twitter.com/cvRHsTz27a
'ম্যান অফ দ্য ম্যাচ' রিচা ঘোষ মাত্র ২৭ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৪ রান করে অপরাজিত থেকে যান। কণিকা আহুজা ১৩ বলে করেন ৩০ রান। তিনিও অপরাজিত থেকে যান। এই জুটি দুই ওভারেই তোলে ৩৯ রান। যার ফলে শুরুতে ১০৯ রানে ৪ উইকেট হারালেও আরসিবিকে ম্যাচে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুন- কোহলিকে পেরিয়ে দ্রুততম ৬ হাজার রানের মালিক বাবর! ওয়ানডেতে নতুন রেকর্ড পাক তারকার
এর আগে গুজরাট জায়ান্টস ৫ উইকেটে তোলে ২০১ রান। অ্যাশলে গার্ডনার ৩৭ বলে অপরাজিত ৭৯ রান করেন। বেথ মুনির ৪২ বলে করেন ৫৬ রান। রেণুকা সিং ঠাকুর ২৫ রানে তোলে ২ উইকেট। এলিস পেরি তোলেন ৪৪ রান। রাঘবী বিস্ত করেছেন ৩৮ রান। কিন্তু, এই সব চেষ্টা ভেস্তে দিয়েছে রিচা-কনিকা জুটির দুর্দান্ত পারফরম্যান্স।