আই-লিগ ক্লাব রিয়াল কাশ্মীর পেল অনন্য সম্মান। ভূ-স্বর্গের এই ফুটবল ক্লাবের ওপর নির্মিত তথ্য়চিত্র পেল ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বিএফটিএ)। স্কটল্য়ান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য় অনুষ্ঠানে রিয়াল কাশ্মীরে ওপর এই তথ্য়চিত্র ‘সিঙ্গেল ডকুমেন্টারি’ বিভাগে জয়ী হয়।
প্রাক্তন রেঞ্জার্স কিংবদন্তি ডেভিড রবার্টসনের কোচিংয়ে আই-লিগে অভিষেক করেই তারা তৃতীয় স্থানে শেষ করেছিল। রিয়াল কাশ্মীরের যাত্রাই তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেকের এই তথ্য়চিত্রে। চলতি বছরের শুরুতে বিবিসি স্কটল্য়ান্ড এই তথ্য়চিত্র দেখিয়েছিল।
আরও পড়ুন-দু’মিনিটে দেখুন এক অন্য কাশ্মীর, পৌঁছে যাবেন মন ভালোর জগতে
রিয়াল কাশ্মীরের সহ-প্রতিষ্ঠাতা সন্দীপ ছাত্তু সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “বিশ্বের অন্য়তম বড় মঞ্চে এই পুরস্কার পেয়ে আমরা অভিভূত। কাশ্মীরের যুবকদের নিয়ে একটা দল তৈরি করেছিলাম। খেলাটা তাদের হবি ছিল। আর এর পরেই স্বপ্নপূরণের সবচেয়ে সফল দল হয়ে গেল। আমি ক্লাবের সঙ্গে যুক্ত প্রতিটি ব্য়ক্তিকে এই পুরস্কার উৎসর্গ করতে চাই। কোচ ডেভিডের নিঃস্বার্থ প্রয়াসের জন্য় দলটা একত্রিত হয়েছিল। আমরা জর্জ ক্লার্কেও ধন্য়বাদ দেব যিনি এত সুন্দর ভাবে পর্দায় আমাদের গল্পটা ফুটিয়ে তুলেছিলেন।”
২০১৭-১৮ আই-লিগে অভিষেক করেই কাশ্মীরি ফুটবলাররা চমকে দিয়েছিলেন। ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো ভারতের সেরা দলগুলোর বিরুদ্ধেই জয় ছিনিয়ে আনে তারা। ১৯ ম্য়াচে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে লিগ শেষ করেছিল কাশ্মীর।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের প্রথম দল হিসেবে আই-লিগ খেলবে রিয়াল কাশ্মীর, ওদের ইতিহাসটাও জেনে নিনI
চার বছর আগের ভয়ঙ্কর বন্যায় ভেসে গিয়েছিল জম্মু ও কাশ্মীর। এই প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে ভারত-পাকিস্তান মিলিয়ে প্রাণ হারিয়েছিলেন ৫৫৭ জন। বন্যা বিধ্বস্ত কাশ্মীরকে ফুটবলের হাত ধরেই স্বাভাবিক করতে চেয়েছিলেন স্থানীয় এক সংবাদপত্রের মালিক শামিম মিরাজ। রিয়াল কাশ্মীর নামের একটি ফুটবল ক্লাবের সূচনা করেন তিনি।মিরাজের কাছে না ছিল টাকা, না ছিল ফুটবলার। ট্রেনিংয়ের সুযোগ সুবিধা সেখানে নিছকই স্বপ্ন। সেখান থেকে রূপকথার উত্থান। আজ কাশ্মীর খেলে আই-লিগ।