scorecardresearch

সৌদির ক্লাবকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন রিয়েল! রাজার মুকুট গেল ভিনিসিয়াসদের মাদ্রিদে

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেল রিয়েল মাদ্রিদ

সৌদির ক্লাবকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন রিয়েল! রাজার মুকুট গেল ভিনিসিয়াসদের মাদ্রিদে

ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে সৌদি আরবের আল হিলালকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ। রিয়েলের হয়ে জোড়া গোল করে গেলেন ফেদেরিক ভালভার্ডে এবং ভিনসিয়াস জুনিয়র। ১৩ মিনিটে রিয়েলের হয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস। মাদ্রিদের পঞ্চম এবং ম্যাচের শেষ গোলও আসে ব্রাজিলিয়াম তারকার পা থেকে।

সৌদির ক্লাবটির হয়ে জোড়া গোল করে যান লুসিয়ানো ভিয়েত্ত এবং একটি গোল করে যান মুসা মারেগা। প্রথমে ভিনিসিয়াসের গোল হজম করার পর বিরতিতে এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি ১-২ গোলে পিছিয়ে ছিল। ভালভার্ডের সঙ্গে ওয়ান-টু ওয়ান খেলে হিলালের রক্ষণ বেআব্রু করে দেন করিম বেঞ্জিমা। তারপরে মোক্ষম সময়ে ভিনিসিয়াসকে পাস বাড়িয়ে গোল করিয়ে যান ফরাসি তারকা। ১৮ মিনিটে হিলালের দুর্বল রক্ষণের সুযোগে ভালভার্ডে দ্বিতীয় গোল করে যান ডিফেন্ডারের দু-পায়ের মাঝখান দিয়ে বল প্লেস করে।

আরও পড়ুন: ফিফার ‘ময়দানে’ ফের মেসি বনাম এমবাপে! আতসকাঁচ দিয়েও খুঁজে পাওয়া গেল না রোনাল্ডোকে

আল হিলালকে ম্যাচে ফেরান মারেগা। ২৬ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে রিয়েলের ডিফেন্সকে বোকা বানিয়ে যান মারেগা। বিরতির পর রিয়েলের হয়ে তৃতীয় গোল বেঞ্জিমার। ভিনিসিয়াস এবার ফরাসি বন্ধুকে দিয়ে গোল করিয়ে যান। ৫৪ মিনিটে ব্রাজিলীয় ফরোয়ার্ডের দুরন্ত ক্রস থেকে জালে বল জড়ান বেঞ্জিমা। এরপরে ক্লোজ রেঞ্জ থেকে ভালভার্ডে নিজের দ্বিতীয় গোল করে যান।

আল হিলালের হয়ে এরপরে ব্যবধান কমান ভিয়েত্ত। কাউন্টার এটাক থেকে গোল করে যান তিনি। তবে এরপরে ভিনিসিয়াস দুরন্ত গোল করে এশীয় ক্লাবটির প্রত্যাবর্তনে শেষ পেরেক পুঁতে যান।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Real madrid club world cup 2023 beating saudi arabias al hilal