Advertisment

UCL Roundup: অবশেষে রিয়ালের জয়, 'ফাইভ স্টার' টটেনহ্য়াম-প্য়ারিস-ম্য়ান সিটি

আন্তর্জাতিক ব্রেকের পর ফের অ্যাকশনে ফিরল উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ। প্রত্য়াশা মতোই খেলার দুনিয়ায় খবরের শিরোনামে আসতে সময় নেয়নি ইউরোপের সেরা দল হওয়ার এই টুর্নামেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
UCL Roundup

UCL Roundup: অবশেষে রিয়ালের জয়, 'ফাইভ স্টার' টটেনহ্য়াম-প্য়ারিস-ম্য়ান সিটি (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

আন্তর্জাতিক ব্রেকের পর ফের অ্যাকশনে ফিরল উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ। প্রত্য়াশা মতোই খেলার দুনিয়ায় খবরের শিরোনামে আসতে সময় নেয়নি ইউরোপের সেরা দল হওয়ার এই টুর্নামেন্ট।

Advertisment

অবশেষে রিয়াল মাদ্রিদ জয়ের দেখা পেল। ১৩ বারের চ্য়াম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল এই মরসুমে হারের খরা কাটাতে সফল হল। টটেনহ্য়াম হটস্পার, ম্য়াঞ্চেস্টার সিটি ও প্য়ারিস সাঁ জাঁ পাঁচ গোলের মালা পরাল।

গ্রুপ এ: ক্রুজের দাক্ষিণ্য়ে রিয়ালের জয়

রিয়াল এই মরসুমে চ্য়াম্পিয়ন্স লিগের প্রথম জয় ছিনিয়ে আনল। মঙ্গলবারের রাতে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের গোলে রিয়াল ১-০ হারাল গালসাতারেকে। ইডেন অ্যাজার কাট ব্য়াক থেকে ক্রুজের শট ১৮ মিনিটে প্রতিহত হয়ে গোলে ঢুকে যায়।

গ্পুর এ দু'নম্বরে উঠে এল রিয়াল। পাঁচ পয়েন্টের ব্য়বধানে একেই রইল প্য়ারিস সাঁ জাঁ

গ্রুপ এ: কিলিয়ান এমবাপের হ্য়াটট্রিক

কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে প্য়ারিস সাঁ জাঁ ৫-০ গোলে হারাল ক্লাব ব্রুজকে। গ্রুপ এ-তে ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রেখে পরের পর্যায়ের জন্য় প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেল পিএসজি।

এদিন মাউরো ইকার্ডি সাত মিনিটে গোলের খাতা খোলেন প্য়ারিসের হয়ে। বিরতিতে ১-০ এগিয়েই মাঠ ছাড়ে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে এমবাপের গোলে প্য়ারিস স্কোরলাইন ২-০ করে। এর দু'মিনিটের মধ্য়ে ফের ইকার্ডি গোল করেন। ম্য়াচের ৭৯ ও ৮৩ মিনিটে এমবাপে জোড়া গোল করে হ্য়াটট্রিক করেন।

গ্রুপ বি: ফাইফ স্টার প্রত্য়াবর্তন টটেনহ্য়ামের

অবশেষে ছন্দে ফিরল টটেনহ্য়াম। আগের ম্য়াচে বায়ার্ন মিউনিখ ৭-২ গোলে তাদের উড়িয়ে দিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হেরি কেনরা রেড স্টার বেলগ্রেডকে ৫-০ হারাল।

এদিন হ্য়ারি কেন ও সন হিউং-মিন জোড়া গোল করেন। অপর গোলটি আসে এরিক লামেলার পা থেকে।

Read full story in English

Football Champions League Manchester city Real Madrid
Advertisment