ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুব করে চেয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পর্ব খতম হওয়ার পর রিয়েল মাদ্রিদে নাম লেখাতে। বিশ্বকাপ চলাকালীন বারবার তিনি রিয়ালের কাছে বার্তাও পাঠান। তবুও স্প্যানিশ ক্লাবটি তাঁর কথায় কর্ণপাত করেনি। এমনই বিষ্ফোরক রিপোর্ট উঠে এল সকলের সামনে।
বর্তমানে সিআরসেভেন রেকর্ড অঙ্কের চুক্তিতে নাম লিখিয়েছেন সৌদি আরবের আল নাসের ক্লাবে। ১৮ মাসের ম্যান ইউ পর্ব শেষে সৌদির ক্লাব ঠিকানা হয়েছে পর্তুগিজ মহাতারকার।
আরও পড়ুন: রেগে যেতে পারেন এমবাপে! ঝামেলা এড়াতে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে নামতে দিল না PSG
তবে তিনি ফ্রি এজেন্ট থাকার সময় রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেজ একাধিকবার রিয়েল মাদ্রিদকে বার্তা পাঠান। যাতে তারকাকে কেনে রিয়েল মাদ্রিদ। এমনকি রোনাল্ডোর বেতনের অধিকাংশই বহন করতে রাজি ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তা সত্ত্বেও রিয়েল রোনাল্ডোকে নিতে রাজি হয়নি। এমনই খবর জানাচ্ছে একাধিক স্প্যানিশ প্রচারমাধ্যম।
স্পেনের দ্যা এথলেটিক-এ বলা হয়েছে, গ্রীষ্মে রোনাল্ডোকে কেনার প্রস্তাব দিয়ে একাধিকবার বার্তা পাঠান এজেন্ট জর্জে মেন্ডেজ। তবে কোনও কিছুই তাঁকে এই বার্নাব্যুতে ফেরাতে পারেনি। এমনকি ম্যান ইউনাইটেড রোনাল্ডোর বেতনের অধিকাংশই বহন করবেন, এমন প্রস্তাব থাকা সত্ত্বেও ইউরোপের অন্যান্য ক্লাবগুলি নিতে চায়নি পর্তুগালের সুপারস্টারকে।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপেও ৩৯-এর মেসি! অবসর গুঞ্জন থামিয়ে বিরাট সুখবর বিশ্বজয়ী কোচ স্কালোনির
গত ডিসেম্বরে পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনাল্ডো রিয়েলের ভালদেবেবাস-এর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমেছিলেন। ২০১৮-য় রিয়েল ছেড়ে জুভেন্টাসে সই করানোর পর এই প্ৰথমবার রিয়েলে পা রেখেছিলেন তিনি। তারপরেই পুরোনো ক্লাবে রোনাল্ডোর প্রত্যাবর্তন ঘটানোর সম্ভবনা জোরালো হয়েছিল।
মার্কার প্রতিবেদনে বলা হচ্ছে, আল নাসেরকে 'হ্যাঁ' বলার আগে রোনাল্ডো রিয়েল মাদ্রিদের উত্তরের জন্য ৪০ দিন অপেক্ষায় ছিলেন। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী সৌদির ক্লাবে চুক্তি সম্পন্ন করার পর বলে দিয়েছিলেন, "অন্য দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। ইউরোপের ফুটবলের প্রায় সমস্ত কিছুই অর্জন করে নিয়েছি। তাই এই মুহূর্তই নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার উপযুক্ত।"
আরও পড়ুন: থামানোই যাচ্ছে না মেসিকে! PSG-র হয়ে নেমেই গোল করে এমবাপেদের বোঝালেন কেন তিনি সর্বসেরা
পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিষ্ফোরক টিভি সাক্ষাৎকারে ইউনাইটেড এবং কোচ এরিক টেন হ্যাগকে নিশানা করার পরে রেড ডেভিলসদের সঙ্গে চুক্তি ছিন্ন হওয়ার পর ফ্রি এজেন্ট ছিলেন রোনাল্ডো।