ইপিএলের তারকা খচিত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গাঁটছড়া বাঁধল রিল্যায়েন্স মালিকানাধীন জিও-র সঙ্গে। ভারতে ম্যান সিটির টেলিকমিউনিকেশন পার্টনার হল জিও।
সিটি ফুটবল গ্রুপের সিইও ফেরান সোরিয়ানো মিডিয়া বিবৃতিতে জানিয়েছেন, "ভারতে ম্যান সিটির ক্রমবর্ধমান সমর্থককুল রয়েছে। এই অঞ্চলে সমর্থকদের কাছে আরও ভালোভাবে পৌঁছনোর উপায় খোঁজার প্রয়াস চালিয়ে যাচ্ছি প্রযুক্তিগতভাবে।
নতুন এই চুক্তির ফলে ম্যাঞ্চেস্টার সিটির ডিজিটাল প্ল্যাটফর্মের সংযুক্তিকরণ ঘটবে জিও টিভি প্ল্যাটফর্মে। এতে ক্লাবের ইউথ ডেভেলপমেন্ট, মহিলা দল, সিনিয়র দলের এক্সক্লুসিভ কন্টেন্ট, ম্যাচ হাইলাইটস দেখা যাবে।
ইপিএলে বর্তমানে শীর্ষে থাকা আর্সেনালের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। ১৬ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট বর্তমানে ৩৬। আর্সেনালের থেকে পিছিয়ে ৮ মিনিটে। গানার্সদের পকেটে বর্তমানে ৪৪ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটি এই মুহূর্তে গ্রুপ-জি'তে দুটো করে জয় এবং ড্র সমেত শীর্ষে রয়েছে।