/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/BRAVO.jpg)
অবসর নেওয়া ব্র্যাভো এবার ক্যারিবিয়ানদের বিশ্বকাপ দলে
গতবছর অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছিলেন ডোয়েন ব্র্যাভো। অথচ প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডারকেই বিশ্বকাপের দলে রাখল ওয়েস্ট ইন্ডিজ। শুধু ব্র্যাভোই নন তিন বছর আগে দেশের জার্সিতে ওয়ান-ডে খেলা কায়রন পোলার্ডও সুযোগ করে নিয়েছেন ১০ সদস্যের রিজার্ভ প্লেয়ারদের তালিকায়। রবিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে।
CRICKET WEST INDIES ANNOUNCE WORLD CUP CAMP AND RESERVE PLAYERS LIST #CWC19https://t.co/97JSVZrDvN
— Windies Cricket (@windiescricket) May 18, 2019
ব্র্যাভো এবং পোলার্ড দু'জনেই সদ্যসমাপ্ত আইপিএল খেলেছেন। ২০১৪ সালে ব্র্যাভো শেষবার দেশের জার্সিতে ওয়ান-ডে খেলেছেন। ২০১৬ সালে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ খেলেছেন। তারপর আর দেশের হয়ে খেলেননি তিনি। অন্যদিকে পোলার্ড ২০১৬ সালে আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার ওয়ান-ডে খেলেন। গত বছর নভেম্বরে দেশের হয়ে ভারতের হয়ে টি-২০ খেলেছিলেন। পোলার্ড-ব্র্যাভো ছাড়াও বিশ্বকাপে ক্যারিবিয়ানদের রিজার্ভ বেঞ্চে থাকবেন সুনীল আমব্রিস, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার. রস্টন চেজ, শেন ডরউইচ, কেমো পল, খারি পিয়ের এবং রেমন রেফার।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: বিশ্বকাপে কোহলিদের জার্সিতে থাকছে দুর্দান্ত যন্ত্র, ফাঁস হল আগেই
ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বতী নির্বাচক চেয়ারম্যান রবার্ট হেইনস বললেন, "রিজার্ভ তালিকায় যেসব খেলোয়াড়দের নেওয়া হয়েছে তারা খুব ভাল একটা ভারসাম্য আনবে দলে। প্রয়োজনে তারা পরিবর্ত খেলোয়াড় হিসেবে খেলতে পারবে। এই দলে অভিজ্ঞতার সঙ্গেই তারুণ্যের মিশেল রয়েছে। ভলে তারা প্রয়োজনে অবদান রাখতে পারবে। এদিনই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে হোল্ডার অ্য়ান্ড কোং। সাউদ্যম্পটনে ২৩ মে পর্যন্ত প্রস্তুতি শিবির চলবে।