scorecardresearch

বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, নির্বাচনে চমক বাঙালি ক্রিকেটার

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টের দল ঘোষণাও করেছেন নির্বাচকরা। সেই স্কোয়াডে ষোলোতম সদস্য হিসেবে যোগ দিয়েছেন নুঝহাত পারভিন।

BCCI
বিশ্বকাপের দলে ফের এক বাঙালি (বিসিসিআই টুইটার)

ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ থেকে মহিলাদের টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপগামী ভারতীয় দলেই এবার জায়গা পেলেন বাংলার তারকা ব্যাটসম্যান রিচা ঘোষ। অধিনায়ক থাকছেন যথারীতি হরমনপ্রীত কউর।

স্কোয়াডে আর কোনও চমক নেই। ১৫ বছরের বিদ্যালয়ের ছাত্রী শেফালি ভার্মা জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক মরশুমে ভাল পারফরম্যান্স মেলে ধরেছেন। তিনিও থাকছেন। তবে চমক বাংলার রিচা।

সম্প্রতি মহিলাদের চ্যালেঞ্জার ট্রফিতে রিচা দারুণ পারফর্ম করেছিলেন। একটি ম্যাচে ২৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন। হাকিয়েছিলেন চারটে বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

Richa Ghosh
বাংলার ক্রিকেটার রিচা ঘোষ (টুইটার)

আরও পড়ুন রক্তাক্ত জেএনইউ, ছাত্রসমাজকে কড়া বার্তা দিলেন গাভাসকার

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টের দল ঘোষণাও করেছেন নির্বাচকরা। সেই স্কোয়াডে ষোলোতম সদস্য হিসেবে যোগ দিয়েছেন নুঝহাত পারভিন। ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও সেই টুর্নামেন্টে থাকছে ইংল্য়ান্ড। টুর্নামেন্ট শুরু জানুয়ারির ৩১ তারিখে।

আরও পড়ুন ধোনিকে জোরালো ‘আক্রমণ’ গাভাসকারের, আরও বিতর্কে মাহি

বিশ্বকাপ স্কোয়াড- হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুণম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড- হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুণম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, নুঝহাত পারভিন

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Richa ghosh gets chance in national women cricket team