Richard Celis East Bengal: সুপার কাপে আদৌ খেলবেন রিচার্ড সেলিস? ক্রমশ বাড়ছে ধোঁয়াশা

Richard Celis East Bengal: রিচার্ড সেলিস। চলতি বছর ৭ জানুয়ারি ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিয়েছিলেন। মশালবাহিনীতে রিচার্ডের অন্তর্ভূক্তি নিয়ে গত বছর থেকেই কথাবার্তা চলছিল।

Richard Celis East Bengal: রিচার্ড সেলিস। চলতি বছর ৭ জানুয়ারি ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিয়েছিলেন। মশালবাহিনীতে রিচার্ডের অন্তর্ভূক্তি নিয়ে গত বছর থেকেই কথাবার্তা চলছিল।

author-image
Koushik Biswas
New Update
Richard Celis East Bengal

সুপার কাপে রিচার্ডের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা

Richard Celis: চলতি ইন্ডিয়া সুপার লিগে (ISL 2024-25) ইস্টবেঙ্গলের (East Bengal FC) যাত্রা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আরও একটি মরশুম চরম হতাশায় ডুবেছেন দলের ম্য়ানেজমেন্ট থেকে সমর্থকরা। এই মরশুমে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে সই করিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। সেই তালিকায় নাম রয়েছে ভেনেজুয়েলার ফুটবল তারকা রিচার্ড সেলিসেরও।

Advertisment

রিচার্ড সেলিস। চলতি বছর ৭ জানুয়ারি ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিয়েছিলেন। মশালবাহিনীতে রিচার্ডের অন্তর্ভূক্তি নিয়ে গত বছর থেকেই কথাবার্তা চলছিল। কিন্তু, জাতীয় দলের জার্সিতে সেলিসের পারফরম্য়ান্স আহামরি না হওয়ার কারণে, অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। যাইহোক, রিচার্ড এলেন। কিন্তু, তাঁর খেলা একেবারে মন ভরাতে পারল না। ইন্ডিয়ান সুপার লিগে ৬ ম্য়াচ খেললেও, তিনি একটাও গোল করতে পারেননি। এমনকী এও শোনা গিয়েছে, রিচার্ডের পারফরম্য়ান্স দেখে খোদ অস্কার ব্রুজোঁও নাকি সন্তুষ্ট ছিলেন না। 

২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে রিচার্ড সেলিসের মার্কশিট

  • ম্যাচ : ৬
  • গোল: ০
  • অ্যাসিস্ট: ০
  • সফল পাস: ১২১
  • গোলের সুযোগ: ৪
  • অন টার্গেট শট: ৬
Advertisment

তবে ইস্টবেঙ্গলের কাছে আইএসএল টুর্নামেন্ট আপাতত অতীত। এবার তারা সুপার কাপের (Super Cup 2025) প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত বছর কলিঙ্গ সুপার কাপ জয় করেই মরশুম শুরু করেছিল কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) দল। এবারও সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছেন অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। শুরু হয়েছে অনুশীলনও। কিন্তু, এই অনুশীলনের প্রথম দিন অনুপস্থিত ছিলেন দলের তারকা ফরোয়ার্ড রিচার্ড সেলিস। কেন রিচার্ড অনুশীলনে এলেন না, এই ব্যাপারে কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে তিনি সুপার কাপে আদৌ খেলবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা বাড়তে শুরু করেছে।

Oscar Bruzon ISL 2024-25 East Bengal Richard Celis