Advertisment

India Head Coach Hunt: টিম ইন্ডিয়ার হেড কোচ হয়ত গম্ভীরই! আইপিএল জয়ী আরও এক ভারতীয় গুরু নজরে জয় শাহদের

Next India Head Coach: বিদেশি কোচেরা বছরভর ভারতে কোচিং করতে অনাগ্রহী। এই কারণেই রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গারদের ভারতের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। লখনৌ সুপার জায়ান্টস বস জাস্টিন ল্যাঙ্গার ভারতের কোচ হওয়ার জন্য বেশ 'কৌতূহলী'।

author-image
IE Bangla Sports Desk
New Update
Next India Head Coach: বিসিসিআই, হেড কোচ

India Head Coach Hunt: ভারতের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন গম্ভীরের সঙ্গে আশিস নেহরাও (টুইটার)

Ricky Ponting, IPL Coach, Ex-India Pacer: টি২০ বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় অধ্যায় শেষ হতে চলেছে। রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দুটো স্পেলে। আপাতত দ্রাবিড়ের আসনে একাধিক কোচের নাম ঘোরাফেরা করছে। বিসিসিআইয়ের নতুন কোচের বাছাই করতে গিয়ে গলদঘর্ম। কারণ দুটো। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মত ভারত আলাদা আলাদা ফরম্যাটে স্প্লিট কোচিংয়ের পথে হাঁটতে চায় না। তিন ফরম্যাটে একই কোচ নিয়োগে পক্ষপাতী বিসিসিআই। দ্বিতীয় কারণ, হেড কোচকে সারা বছর দেশে-বিদেশে ট্র্যাভেল করতে হয়। বছরে বারো মাসের মধ্যে দশ মাসই টিম ইন্ডিয়ার সঙ্গে জুড়ে থাকতে হয় হেড কোচ-ই।

Advertisment

এই দুটো বিষয়ই নামি কোচ পাওয়ার ক্ষেত্রে অন্তরায়। দ্রাবিড়কে দলের সিনিয়র একাধিক তারকা থেকে যাওয়ার অনুরোধ করলেও তিনি নতুন করে কোচিংয়ের জন্য আবেদন করবেন না। পরিবারের সঙ্গেই সময় কাটাতে স্বচ্ছন্দ তিনি।

বিদেশি কোচেরা বছরভর ভারতে কোচিং করতে অনাগ্রহী। এই কারণেই রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গারদের ভারতের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। লখনৌ সুপার জায়ান্টস বস জাস্টিন ল্যাঙ্গার ভারতের কোচ হওয়ার জন্য বেশ 'কৌতূহলী'। দিল্লি ক্যাপিটালস কোচ পন্টিং আবার মে মাসের প্রথম সপ্তাহেই বোর্ড সচিব জয় শাহ এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন।

পন্টিং মেজর লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ওয়াশিংটন ফ্রিডম-এর হেড কোচ হয়েছেন। জুলাইয়ের ৬ তারিখ থেকে বসছে এমএলএস-এর আসর। শেষ হবে জুলাইয়ের ২৯-এ। ভারত টি২০ বিশ্বকাপের পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে জুলাইয়ের ১৫ তারিখ থেকে। তারিখের সংঘর্ষ হওয়া পন্টিংয়ের নিয়োগের বিপক্ষেই যেতে চলেছে।

বোর্ডের তরফে বাজিয়ে দেখা হচ্ছে একাধিক ভারতীয়কেও। জানা যাচ্ছে, দ্রাবিড়ের ভারতের কোচ হওয়ার সময় টিম ইন্ডিয়ার কোচিংয়ে প্রবল উৎসাহ ছিল ভিভিএস লক্ষ্মণ-এর। তবে তিনি আপাতত এনসিএ এবং ভারতীয় এ দলের সঙ্গেই যুক্ত থাকতে আগ্রহী। সিনিয়র দলের এই মুহূর্তে তিনি কোচ হতে চান না। বোর্ডের নজরে ভালভাবেই রয়েছেন আইপিএলের দুই সফলতম কোচ-মেন্টর আশিস নেহরা এবং গৌতম গম্ভীর-ও। নেহরা গুজরাট টাইটান্সকে কোচ হিসেবে দু-বার আইপিএল ফাইনালে তুলেছিলেন। অন্যদিকে, লখনৌয়ের মেন্টর থাকার সময় গম্ভীর টানা দু-বার সঞ্জীব গোয়েঙ্কার দলকে প্লে অফে তুলতে ভূমিকা রাখেন। কেকেআরে পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেও গম্ভীরের সাফল্য অব্যাহত। লিগের ইতিহাসে প্ৰথমবার কেকেআর শীর্ষস্থান অর্জন করে প্লে অফে নামবে।

দেশি নাকি বিদেশি- টিম ইন্ডিয়ার গুরুর সিংহাসন কোন প্রাক্তন তারকা বসেন, সেটাই আপাতত দেখার।

Indian Team Jay Shah BCCI Gautam Gambhir Indian Cricket Team
Advertisment