Advertisment

Ricky Ponting on Gautam Gambhir reaction: গম্ভীর 'প্রিকলি', সহজেই রেগে যায়! ভারতের হেড কোচের চরিত্র নিয়ে ভয়ঙ্কর দুর্নাম পন্টিংয়ের

Border Gavaskar Trophy: হেভিওয়েট বর্ডার গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। এর মধ্যেই দুই শিবিরের মধ্যে মন্তব্য, পাল্টা মন্তব্যের ঢেউ উঠেছে। শুরু হয়েছে বিতর্কও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir comments on Ricky Ponting

Ricky Ponting on Gautam Gambhir: গম্ভীর বনাম পন্টিং চলছেই (বিসিসিআই)

Ricky Ponting comments on Virat Kohli ahead of Border Gavaskar Trophy: হেভিওয়েট বর্ডার গাভাসকার ট্রফির আগে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে মন্তব্য করে গম্ভীরের রোষের মুখে পড়েছেন রিকি পন্টিং।

Advertisment

কোহলিকে নিয়ে কী বলেছিলেন

পন্টিং কোহলির ফর্ম নিয়ে উদ্বিগ্ন পন্টিং বলেছিলেন, "আমি বিরাটকে নিয়ে একটা স্ট্যাটাস দেখলাম। সেখানে বলা হয়েছে যে ও গত পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করেছেন। এটা আমার কাছে সঠিক তথ্য বলে মনে হয়নি। তবে যদি তথ্যটা সত্যি হয়, তবে আমি বলব যে এটা উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এমন টপ-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে এমন কেউ নেই, যে পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে। অন্য কেউ হলে সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যেত না।"

পাল্টা কী বলেছিলেন গম্ভীর?

অজি সফরে রওনা হওয়ার প্রাক্কালে বিদায়ী প্রেস কনফারেন্স-এ গম্ভীর বলে দিয়েছেন, "ভারতীয় ক্রিকেটকে রিকির এত বলার কী আছে! অস্ট্রেলিয়া নিয়ে ও ভাবুক। বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই ক্রিকেটকে এখনও আগের মতই প্যাশনেট। আরও অর্জন করতে চায় ওঁরা। সাফল্যের জন্য ওঁরা এখনও উদগ্রীব। বছরের পর বছর ধরে দেশের হয়ে দারুণ পারফর্ম করে চলেছে ওঁরা।"

"এমনকি দলের বাকিরাও দারুণ পারফর্ম করে চলেছে। দলগতভাবে আমরা আরও উন্নতি করব। বিরাট, রোহিতকে নিয়ে আমার উদ্বেগের কোনও জায়গাই নেই।"

মুখ খুললেন ফের পন্টিং

কোহলিকে নিয়ে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে গম্ভীর যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে তিনি মোটেও অবাক নন। এমনটাই বলছেন পন্টিং। সেই সঙ্গে তাঁর সংযোজন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।

7নিউজ-এ পন্টিং আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বলেছেন, "আমি বলেছিলাম আমি উদ্বিগ্ন (কোহলির ফর্ম নিয়ে)। বিরাটকেও যদি ওঁর ফর্ম নিয়ে জিজ্ঞাসা করা হয়, ও-ও নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন হবে। গত কয়েক বছরের মত ও আর শতরান করতে পারছে না। এটা কোনওভাবেই ওঁর সমালোচনা নয়। আমি বরং এটা বলেছিলাম যে, অস্ট্রেলিয়ায় ও বরাবর ভালো খেলে। এখান থেকেই ও ফর্মে ফিরতে চাইছে।" 

"কীভাবে ছোট ছোট কথার অপব্যাখ্যা করা হয়, সেটাই অদ্ভুত। তবে বিরাট একজন ক্লাস প্লেয়ার। অতীতেও অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে ও।"

পন্টিং আরও জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে তাঁর ইতিহাস রয়েছে। জাতীয় দলের হয়ে একে অন্যের বিপক্ষে যেমন মোকাবিলা করেছেন। তেমন পূর্বতন দিল্লি ডেয়ারডেভিলস-এ গম্ভীরকে কোচিংও করিয়েছেন। "ওঁর প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তবে গম্ভীর বরাবরও সহজে রেগে যাওয়া চরিত্র। তাই ও যে এভাবে পাল্টা দিয়েছে, তাতে বরং একটুও অবাক হয়নি।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Virat Kohli Ricky Ponting Border-Gavaskar Trophy Gautam Gambhir
Advertisment