Ricky Ponting gets coaching offer from BCCI: অবশেষে আসল কথা ফাঁস করলেন রিকি পন্টিং। জানিয়ে ডিলেনজ বিসিসিআইয়ের তরফে টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অজি মহাতারকা সরাসরি বোর্ডের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। কারণ তাঁর বর্তমান জীবনযাত্রার সঙ্গে তা মোটেই খাপ খাবে না।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মেয়াদ আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই শেষ হচ্ছে। দ্রাবিড়ের কোচিং মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। নতুনভাবে দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তি বর্ধিত করা হয়েছিল টি২০ বিশ্বকাপ পর্যন্ত। তাঁর জায়গায় ভারত আপাতত নতুন একজন হেড কোচের সন্ধানে রয়েছে।
আরও পড়ুন: ভিসা দিল না আমেরিকা! টি২০ বিশ্বকাপে নেই আইপিএলে খেলে যাওয়া সুপারস্টার
দিল্লি ক্যাপিটালসের বর্তমান হেড কোচ আইসিসিকে বলেছেন, "অনেক প্রতিবেদনেই দেখেছি আমাকে বোর্ডের তরফে কোচিংয়ের অফার দেওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। সাধারণত, এমন ধরণের খবর সংশ্লিস্ট ব্যক্তি জানার আগেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যায়। তবে আইপিএল চলাকালীন একান্তে আমার সঙ্গে আলোচনা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, আমি কোচ হতে আগ্রহী কিনা!"
"যে কোনও জাতীয় দলের সিনিয়র কোচ হতে আমি আগ্রহী। তবে আমার পরিবারের সঙ্গেও কিছু সময় কাটানো আমার জীবনের একটা অংশ। সকলেই জানেন, আমি যদি ভারতীয় দলের হেড কোচ হই, তাহলে আইপিএলে কোচিং করাতে পারব না। তাই বেশি ভাবনাচিন্তা করতে হয়নি আমাকে।"
"তাছাড়াও জাতীয় দলের হেড কোচ হওয়া মানে বছরে ১০-১১ মাস-ই ব্যস্ত থাকতে হবে। আমি সেটা করতে চাই। তবে বর্তমান আমার জীবনযাত্রার সঙ্গে তা মোটেও খাপ খায় না।"
"দেখেছি, আরও অনেকের নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে। গতকাল-ই জাস্টিন ল্যাঙ্গারের নাম শুনলাম। বেশ কয়েকদিন ধরেই স্টিফেন ফ্লেমিংয়ের নাম ঘোরাফেরা করছে। গত দু-একদিন ধরে আবার গৌতম গম্ভীরের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। আমি মনে হয়না, এই কাজ করতে পারব।"
পন্টিংয়ের ছেলে তাকে ভারতের প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানান
রিকি পন্টিং আরও জানালেন, তিনি যখন ভারতীয় বোর্ডের এই প্রস্তাব জানান তাঁর পুত্র ফ্লেচারকে। পুত্র তাঁকে চাকরি নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। যাতে পন্টিং পরিবারকে নিয়ে সাময়িকভাবে ভারতে শিফট করতে পারেন।
"আমার পরিবার, সন্তানরা গত পাঁচ সপ্তাহ আইপিএলের জন্য ভারতে ছিল। প্রত্যেক বছরেই ওঁরা আসে। আমি ওঁদের চাকরির অফারের কথা জানাই। ফ্লেচার জানায়, তুমি চাকরি নিয়ে নাও। তাহলে আমরা কয়েক বছর ভারতেই কাটাতে পারব। ওঁরা এখানে থাকতে এতটাই ভালবাসে ক্রিকেট সংস্কৃতির জন্য। তবে এই মুহূর্তে এই চাকরি আমার জীবন যাত্রার ধরণের সঙ্গে ঠিক খাপ খায়না।" বলেছেন বিশ্বকাপজয়ী অজি ক্যাপ্টেন।
তাৎপর্যপূর্ণভাবে রবি শাস্ত্রীর কোচিংয়ের মেয়াদ শেষেদ পর রাহুল দ্রাবিড় নয়, কোচিংয়ের অফার প্রথম যায় পন্টিংয়ের কাছেই। ২০২১-এ গ্রেড ক্রিকেট পডকাস্টে পন্টিং বলেছিলেন, "আইপিএল চলার সময় বেশ কয়েকজনের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা হয়েছিল। যাঁরা আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁরা যে কোনও উপায়ে আমাকে পেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।"