অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলার সময়েই খারাপ খবর। শারীরিক অবস্থার অবনতির কারণে দ্রুত রিকি পন্টিংকে পারথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, তাঁর সহকর্মীরা বলেছেন, তিনি অসুস্থ বোধ করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল।
প্ৰথম টেস্ট চলাকালীন লাঞ্চের সময়েই দুর্ঘটনার খবর আসে। ধারাভাষ্যকার হিসাবে কমেন্ট্রি করছিলেন মহাতারকা। তবে শারীরিক অসুস্থতার কারণে পরের সেশনে আর মাইকের সামনে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন: সৌরভের এই সতীর্থই ভারতের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে, বড় আপডেট এল সরাসরি
চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য করছিলেন তিনি। ফক্স স্পোর্টস-কে চ্যানেল সেভেন-এর তরফে বলা হয়েছে, "রিকি পন্টিং অসুস্থ। তাই দিনের বাকি সময় উনি কমেন্ট্রি করা থেকে বিরত থাকবেন।"
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব ক্রিকেট শাসন করেছেন একসময়। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া নতুন শৃঙ্গ জয় করেছিল। আইপিএলে কোচ হিসাবেও নিজের কীর্তির স্বাক্ষর রেখেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে বহু তরুণ তারকার পরিচর্যা করেছেন। মুম্বইয়ের দায়িত্ব ছেড়ে তিনি আপাতত দিল্লি ক্যাপিটালসের হেড কোচ।
আরও পড়ুন: বিয়ে করার জন্য ছুটি চাইলেন কেএল রাহুল, সঙ্গেসঙ্গেই জবাব দিল BCCI
কোচিং ছাড়াও ধারাভাষ্য করার কাজেও যুক্ত রয়েছেন তিনি। চ্যানেল সেভেনের হয়ে কমেন্ট্রি করছেন ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গারের মত তারকারা। তাঁদের সঙ্গেই কমেন্ট্রি করার আগে গত নভেম্বরের ৩০-এ টুইটারে একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন তিনি।