Rinku Singh Viral Video: কিং কোহলিকে ইগনোর করলেন রকেট রিঙ্কু? IPL-এর শুরুতেই দানা বাঁধল বিতর্ক, ভাইরাল ভিডিও

Rinku Singh Viral Video: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন শাহরুখ খান আরসিবি-র তারকা ব্যাটার বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন। ইতিমধ্যে বিরাট এবং শাহরুখ আইপিএল টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের নিয়ে আলোচনা করছিলেন।

Rinku Singh Viral Video: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন শাহরুখ খান আরসিবি-র তারকা ব্যাটার বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন। ইতিমধ্যে বিরাট এবং শাহরুখ আইপিএল টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের নিয়ে আলোচনা করছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh and Virat Kohli

রিঙ্কু সিং এবং বিরাট কোহলি

Rinku Singh Viral Video: শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। এই মরশুমে লিগের প্রথম ম্যাচ কেকেআর (KKR) এবং আরসিবি-র (RCB) মধ্যে আয়োজন করা হয়েছে। তবে ম্যাচ শুরুর আগে ওপেনিং সেরেমনি আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি এবং করণ ওউজলা। তবে কেকেআর ব্রিগেডের তারকা ফিনিশার রিঙ্কু সিং একটি বিশেষ কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন।

Advertisment

এড়িয়ে গেলেন বিরাট কোহলিকে

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন শাহরুখ খান আরসিবি-র তারকা ব্যাটার বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন। ইতিমধ্যে বিরাট এবং শাহরুখ আইপিএল টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের নিয়ে আলোচনা করছিলেন।

এরপর শাহরুখ খান কেকেআর ব্রিগেডের তারকা ফিনিশার রিঙ্কু সিংকে স্টেজে ডেকে নেন। রিঙ্কু শাহরুখের সঙ্গে 'লুটপুট গয়া' গানের তালে নাচও করেন। আর সেকারণে গোটা মঞ্চ আরও রঙিন হয়ে ওঠে।

Advertisment

তবে রিঙ্কু যখন মঞ্চে আসছিলেন, সেইসময় বিরাট কোহলি তাঁর সঙ্গে করমর্দন করতে যান। কিন্তু, বিরাটকে দেখতেই পেলেন না রিঙ্কু। তিনি কার্যত এড়িয়ে যান। এই মুহূর্তটা ইতিমধ্যে ক্যামেরাবন্দি করা হয়েছে। আর ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। যদিও ভিডিওটি দেখার পর স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে, রিঙ্কু জেনেবুঝে এমন কাজ করেননি। এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি অবশ্য দেওয়া হয়নি।

টস আপডেট

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। টস জিতে আরসিবি অধিনায়ক রজত পতিদার প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২ দিন ধরে যেহেতু বৃষ্টির কারণে উইকেট ঢাকা ছিল, সেকারণে যে দলই টস জিতুক না কেন, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিত।

তবে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। শুরুতেই ফিরে যান কেকেআর ওপেনার কুইন্টন ডি কক। প্রথম ওভারের তৃতীয় বলে তিনি জীবনদান পেয়েছিলেন তিনি। একটি সহজ ক্যাচ মিস করেন সূয়শ শর্মা। কিন্তু, পরের বলে ডি কক ৪ রান করে আউট হয়ে যান। প্রথম ওভারের পর কলকাতা নাইট রাইডার্সের স্কোর এক উইকেটে ৪ রান।

IPL KKR Rinku Singh Virat Kohli RCB Shah Rukh khan