Advertisment

Rinku Singh dropped: হার্দিক নন, এই তারকাকে জায়গা দিতে গিয়েই বাদ রিঙ্কু! টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলের আসল রহস্য ফাঁস

Team India t20 World Cup squad, Rinku Singh: বিশ্বকাপে ভারতের হয়ে ফিনিশারের কাজ কাকে, দেওয়া হয়, সেটাই আপাতত দেখার। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা সাম্প্রতিক সময়ে মোটেই ফর্মে নেই। একটাই বিষয় কেবল বোধগম্য নয়। রবীন্দ্র জাদেজা যেখানে ইতিমধ্যেই স্কোয়াডের সদস্য সেই সময় অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করা কি খুব বিচক্ষণ সিদ্ধান্ত?

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh, Team India, t20 World Cup squad

Team India t20 World Cup squad announcement: রিঙ্কুকে বাদ দিয়েই ওয়ার্ল্ড কাপের স্কোয়াড বানিয়েছেন নির্বাচকরা (টুইটার)

Rinku Singh dropped from Team India t20 WC squad: মঙ্গলবারই নির্বাচকরা বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, তিনজন রিজার্ভ প্লেয়ার সমেত। তবে এই দল গঠন অনেকটাই বিস্ময়ের উদ্রেক ঘটিয়েছে। জাতীয় দলের বাইরে বহুদিন থাকা জুজবেন্দ্র চাহালকে ফেরানো হয়েছে। চার জন স্পিনারকে নিয়ে শক্তিশালী স্পিন-নির্ভর স্কোয়াড গড়া হয়েছে। এতেই রিঙ্কু সিংকে বাইরে চলে যেতে হয়েছে। কী কারণে রিঙ্কুকে জাতীয় দলের ১৫ জনের বাইরে চলে যেতে হল, দেখে নেওয়া যাক-

Advertisment

কেন রিঙ্কু বাদ পড়লেন?
গত ববছর আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর থেকে রিঙ্কু সাদা বলের স্কোয়াডে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। প্রথম দিকে উইকেট হারানোর পর চাপ শুষে নেওয়ার দক্ষতা হোক বা শেষের দিকে ব্যাটে ঝড় তোলার দক্ষতা- রিঙ্কু বারবার নিজেকে প্রমাণ করেছেন। তুনে রয়েছে একের পর এক শট। পেস এবং স্পিনের বিপক্ষে দারুণভাবে স্বচ্ছন্দ। এত গুণের অধিকারী রিঙ্কুর টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার জায়গাই ছিল না। তবে ভারত এবার বিশ্বকাপে অলরাউন্ডার বোঝাই করতে চেয়েছে। জানা যাচ্ছে, রিঙ্কু সিংয়ের সঙ্গে প্ৰথম ১৫ স্কোয়াডে থাকার লড়াই ছিল অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের। শেষমেশ ফর্ম এবং অলরাউন্ড দক্ষতা অক্ষর প্যাটেলকে জায়গা এনে দেয়।

বিশ্বকাপে ভারতের হয়ে ফিনিশারের কাজ কাকে, দেওয়া হয়, সেটাই আপাতত দেখার। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা সাম্প্রতিক সময়ে মোটেই ফর্মে নেই। একটাই বিষয় কেবল বোধগম্য নয়। রবীন্দ্র জাদেজা যেখানে ইতিমধ্যেই স্কোয়াডের সদস্য সেই সময় অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করা কি খুব বিচক্ষণ সিদ্ধান্ত? কারণ দুজনেই একই ধাঁচের ক্রিকেটার। দুজনকে সম্ভবত একই সঙ্গে প্রথম একাদশে খেলানোও যাবে না।

কেন চার স্পিনার?
নির্বাচকরা গুগলি দিলেন যে অনেকের কাছেই অপ্রত্যাশিত। পাঁচ মাস আগেও টি২০ ক্রিকেটের একনম্বর বোলার ছিলেন রবি বিশ্নোই। তাঁর জায়গায় নেওয়া হল জুজবেন্দ্র চাহালকে। তবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএলের সাম্প্রতিক সময়ের ফর্মের বিচারে। চাহাল বর্তমানে আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় রয়েছেন। গত টি২০ বিশ্বকাপে যেখানে সমস্ত দল লেগস্পিনারকে খেলিয়েছিল, তখন টিম ইন্ডিয়া চাহালকে দিয়ে রিজার্ভ বেঞ্চ গরম করায়।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় মুলুকের বিশ্বকাপে চাহালের জন্য কী অপেক্ষা করছে, তা টুর্নামেন্টেই বোঝা যাবে। কারণ পছন্দের তালিকায় শীর্ষে থাকছেন কুলদীপ যাদব। জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজনকে প্ৰথম একাদশে খেলানো হবে। আবার ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়ানোর লক্ষ্য হলে, দুজনকেই জায়গা দেওয়া হতে পারে বিশ্বকাপে। তবে জাদেজা এবং অক্ষরকে একসঙ্গে খেলালে বোলিং আক্রমণ আক্রমণাত্মক নয় বরং রক্ষণাত্মক হয়ে দাঁড়াবে।

নির্বাচকদের এই সিদ্ধান্ত কী আদৌ চমক?
স্কোয়াডে কোনও অফস্পিনার নেই। এই যুক্তিতে নির্বাচকদের একাংশ ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন। তবে তাঁকে নিয়ে আলোচনা বেশি গড়ায় নি কারণ ওয়াশিংটন সুন্দর আইপিএলে খেলেছেন মাত্র দুই ম্যাচ।

BCCI IPL Indian Cricket Team Indian Team Axar Patel Rinku Singh
Advertisment