Advertisment

শিকে ছিঁড়ল রিঙ্কুর ভাগ্যেই, বোর্ডের বড় আপডেটে আবার-ও জয়জয়কার KKR সুপারস্টারের

Rinku Singh in Team India: ৪৩টি প্ৰথম শ্রেণির ম্যাচে রিঙ্কু ৩০৯৯ রান করেছেন, ৫৮.৪৭ গড় সমেত। ঘটনা হল, এর আগেও রিঙ্কুকে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলের স্কোয়াডে রাখা হয়েছিল। এছাড়াও সেঞ্চুরিয়নে ভারতীয় দলের সঙ্গেও ছিলেন প্রথম টেস্ট চলাকালীন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, Rinku Singh, Team India

Rinku Singh in Team India: ব্যাটে ধারাবাহিকভাবে ভরসা জোগাচ্ছেন রিঙ্কু সিং (টুইটার)

India A squad against England Lions: রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের জার্সিতে খেলতে নামার একদিন পরেই বড় সুখবর পেলেন রিঙ্কু সিং। ভারতীয় এ দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হল তারকা ব্যাটারকে। ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষে ভারত চার দিনের ম্যাচে নামবে আগামী বৃহস্পতিবার।

Advertisment

বোর্ডের তরফে প্রেস রিলিজে বলা হয়েছে, "মেন্স-দের জাতীয় নির্বাচকরা রিঙ্কু সিংকে আহমেদাবাদে শুরু হতে চলা ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য ভারতীয় এ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রিঙ্কুকে ভারতীয় স্কোয়াডে রিজার্ভ প্লেয়ার হিসাবে রাখা হয়েছিল।

৪৩টি প্ৰথম শ্রেণির ম্যাচে রিঙ্কু ৩০৯৯ রান করেছেন, ৫৮.৪৭ গড় সমেত। ঘটনা হল, এর আগেও রিঙ্কুকে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলের স্কোয়াডে রাখা হয়েছিল। এছাড়াও সেঞ্চুরিয়নে ভারতীয় দলের সঙ্গেও ছিলেন প্রথম টেস্ট চলাকালীন। এমনকি পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠেও নামেন।

আরও পড়ুন- বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে ‘অফার’ কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে রয়েছেন সুপারস্টার

বিরাট কোহলি প্ৰথম দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচকরা আপাতত মিডল অর্ডারে তাঁর জায়গায় পরিণত কোনও ব্যাটার খুঁজছেন। টি২০-তে রিঙ্কু প্রতিষ্ঠিত তারকা। বাঁ হাতি তারকার প্ৰথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড-ও অসম্ভব ভালো। রাজ্য দলের হয়ে পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করেন তিনি। এই কারণেই বিরাট স্থলভিষিক্ত হওয়ার যোগ্য দাবিদার তিনি।

তবে বোর্ডের তরফে টিম ইন্ডিয়া স্কোয়াডে বিরাটের পরিবর্ত হিসাবে এখনও কারোর নাম জানায়নি। রিঙ্কুর সঙ্গেই টিম ইন্ডিয়ায় বিরাটের পরিবর্ত হওয়ার দাবিদার মধ্যপ্রদেশের রজত পতিদার এবং মুম্বইয়ের সরফরাজ খান।

নতুন মুখের প্রয়োজন হলে, সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে রজত পতিদারের সুযোগ সবথেকে বেশি। সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে ইতিমধ্যেই অভিষেক ঘটিয়ে ফেলেছেন রজত পতিদার। ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষেও গত সপ্তাহে ১৫১ হাঁকিয়েছেন ইন্ডিয়া-এ দলের হয়ে খেলার সময়। ঠিক তার আগেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে রজত ১১১ করেছিলেন।ঘরোয়া ক্রিকেটেও বরাবর ধারাবাহিক তিনি। ২০২১/২২ সিজনে রাজ্য দলকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে মুম্বইয়ের বিপক্ষে শতরান-ও করেন।

আর ভারতের নির্বাচনী বৈঠকে সরফরাজ খানের নাম ওঠাটা ভীষণ স্বাভাবিক এক ব্যাপার। পেস এবং বাউন্সের সামনে সরফরাজের টেকনিক অবশ্য প্রশ্নবিদ্ধ। তবে টার্নিং ট্র্যাকে মিডল অর্ডারে স্পিন আক্রমণের সামনে বেশ সাবলীল তিনি। একইভাবে পরীক্ষিত কাউকে চাইলে চেতেশ্বর পূজারকেও ফিরিয়ে আনতে পারেন নির্বাচকরা। রঞ্জিতেও ভালো ফর্মে রয়েছেন বর্ষীয়ান তারকা।

ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষে মাল্টি-ডে ম্যাচের জন্য ভারত-এ দলের স্কোয়াড:
অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, তিলক ভার্মা, কুমার কুশাগ্র, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার, অর্শদীপ সিং, তুষার দেশপাণ্ডে, বিদ্বাথ কাভেরাপ্পা, উপেন্দ্র যাদব, আকাশ দীপ, ইয়াশ দয়াল, রিঙ্কু সিং

BCCI Indian Cricket Team Indian Team Rinku Singh
Advertisment