Advertisment

Rinku Singh-Duleep Trophy: তারকা খচিত স্কোয়াড থেকে বাতিল রিঙ্কু সিং, অন্যায় হল? মুখ খুললেন KKR সুপারস্টার

Duleep Trophy 2024 squad: ২০২৩-২৪'এর রঞ্জি ট্রফি মরশুমে উত্তরপ্রদেশের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেন তারকা। একটা অর্ধশতরান সহ মাত্র ১২৮ রান করেছিলেন। গড় ছিল ৪২.৬৬। তবে রিঙ্কুর প্ৰথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। ৪৭ প্ৰথম শ্রেণির ম্যাচের ব্যাটিং গড় ৫৪.৭০।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন ভারতের রিংকু সিং তার অর্ধশতক উদযাপন করছেন। (পিটিআই)

Rinku Singh, Duleep Trophy: দলীপ ট্রফি স্কোয়াডে নির্বাচকরা রাখেননি রিঙ্কু সিংকে। এর কারণও খুঁজে পেয়েছেন কেকেআরের তারকা। বলে দিয়েছেন, হত সিজনে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জিতে সেভাবে নজর কাড়তে পারেননি। তাই তাঁকে বাইরে থাকতে হচ্ছে।
সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। যেখানে কোহলি-রোহিত-বুমরা বাদে জাতীয় দল এবং আইপিএল কাঁপানো প্রায় সমস্ত তারকাদের বাছা হয়েছে। তবে ঠাঁই হয়নি রিঙ্কু সিংয়ের।

Advertisment

স্পোর্টস টুডে-কে রিঙ্কু সিং জানিয়ে দিয়েছেন, "সেরকম পারফর্ম করতে পারিনি (ঘরোয়া ক্রিকেটে)। রঞ্জি ট্রফিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। ২-৩টে ম্যাচ খেলেছিলাম। আমি সেরকম ভালো খেলতে না পারায় নির্বাচিত হইনি।'

২০২৩-২৪'এর রঞ্জি ট্রফি মরশুমে উত্তরপ্রদেশের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেন তারকা। একটা অর্ধশতরান সহ মাত্র ১২৮ রান করেছিলেন। গড় ছিল ৪২.৬৬। তবে রিঙ্কুর প্ৰথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। ৪৭ প্ৰথম শ্রেণির ম্যাচের ব্যাটিং গড় ৫৪.৭০।

তাঁকে কি কেবল টি২০ স্পেশ্যালিস্ট হিসাবেই ভাবা হয়? প্রশ্নে রিঙ্কুর জবাব, "চিন্তার কিছু নেই। যতটা সুযোগ পাচ্ছি, তাতেই আমি সন্তুষ্ট। টেস্টে, ওয়ানডেতে সুযোগ পেলে সেটা বড় ব্যাপার হবে।" কয়েক মাস আগে টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডেও জায়গা পাননি তারকা। যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিলেন রিজার্ভ স্কোয়াডের অংশ হিসাবে।

দলীপ ট্রফি 2024 স্কোয়াড

টিম এ: শুভমান গিল (সি), মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, কেএল রাহুল, তিলক ভার্মা, শিবম দুবে, তনুশ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ কৃষ্ণ, খলিল আহমেদ, আভেশ খান, বিদওয়াত কাভেরাপা, কুমার কুশাগরা , শাশ্বত রাওয়াত

দল বি: অভিমন্যু ইশ্বরন (সি), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পান্ত, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি*, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি , এন জগদীসান (সপ্তাহ)

টিম সি: রুতুরাজ গায়কওয়াড় (সি), বি সাই সুধারসন, রজত পতিদার, অভিষেক পোরেল (ডব্লিউকে), সূর্যকুমার যাদব, বি ইন্দ্রজিৎ, ঋত্বিক শোকিন, মানব সুথার, উমরান মালিক, বৈশাক বিজয়কুমার, আনশুল কাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্কে মারকানদে। জুয়াল (wk), সন্দীপ ওয়ারিয়ার

টিম ডি: শ্রেয়াস আইয়ার (সি), অথর্ব তাইদে, যশ দুবে, দেবদত্ত পাডিক্কল, ইশান কিশান (উইকেটরক্ষক), রিকি ভুই, সারানশ জৈন, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, আদিত্য ঠাকুরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভারত (wk), সৌরভ কুমার

*নীতীশ কুমার রেড্ডির অংশগ্রহণ ফিটনেস সাপেক্ষে।

Indian Cricket Team Indian Team Rinku Singh
Advertisment