Rinku Singh-Sanju Samson in Duleep Trophy: অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ২০২৪ সালের দলীপ ট্রফির প্রথম রাউন্ডে বেশ কয়েকজন নামী ক্রিকেটারকে তালিকায় রাখেনি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) বুধবার ২০২৪ দলীপ ট্রফির প্রথম রাউন্ডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। যা ঘরোয়া মরশুমে লাল বলের ক্রিকেটের সূচনা করবে। এই টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। শেষ হবে ২৪ সেপ্টেম্বর। এই সমস্ত ম্যাচ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এবং বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবং এতে কিছু তরুণ ও উদীয়মান প্রতিভা সহ আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষস্থানীয় তারকারা উপস্থিত থাকবেন।
স্কোয়াড ঘোষণার সময় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভারতের নিয়মিত খেলোয়াড়-সহ সকল খেলোয়াড়কে দলীপ ট্রফিতে খেলার অনুরোধ করেছিল। কারণ, তা জাতীয় দলে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড বেছে নেবেন নির্বাচকরা। এই হোম সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।
২০২২ সালের ডিসেম্বরে তাঁর গাড়ি দুর্ঘটনার পর প্রথম লাল বলের ময়দানে পা রাখবেন ঋষভ পন্থ। শ্রেয়াস আইয়ার এবং ইশান কিশান, যাঁরা এই বছরের শুরুতে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন, তাঁদেরও নাম রয়েছে দলীপ ট্রফিতে। এই টুর্নামেন্টে থাকবেন কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শুভমান গিল ও কুলদীপ যাদবের মতো অন্যান্য শীর্ষ খেলোয়াড়রাও।
তবে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহকে এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে কারণ, ভারতীয় জাতীয় দল আগামী চার মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলবে। যার মধ্যে ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজও রয়েছে। সামগ্রিকভাবে, বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনের কথা মাথায় রেখে ২০২৪ সালের দলীপ ট্রফির প্রথম রাউন্ডের জন্য ৬১ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। তবে, নির্বাচকরা দলীপ ট্রফির জন্য বেশ কয়েকটি বড় নামকে তালিকায় রাখেননি। উপেক্ষা করেছেন, অজিঙ্কা রাহানে, অভিষেক শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, সঞ্জু স্যামসন (ডব্লিউ কে) এবং রিংকু সিং-কে।
নির্বাচকরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে রাহানে এবং পূজারাকে দীর্ঘমেয়াদী ক্রিকেটে আর প্রাসঙ্গিক নন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, বাদ পড়েছেন রিংকু সিং এবং সঞ্জু স্যামসনও। বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার রিংকু ৪৭টি প্রথম-শ্রেণির ম্যাচে ৫৪.৭০ গড়ে ৩,১৭৩ রান করেছেন। এমনকী, চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচে রিংকু এ স্কোয়াডে ডাক পেয়েছিলেন। টেস্ট দলে ডাক পাওয়ার থেকে সেই সময় রিংকু একধাপ পিছিয়ে ছিলেন। অন্যদিকে সঞ্জু স্যামসন ৬২টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮.৫৪ গড়ে ৩,৬২৩ রান করেছেন।
অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন মুম্বই দলের অংশ ছিলেন পৃত্থী শ। এই মুম্বই দল ২০২৩-২৪ সালে রঞ্জি ট্রফি জিতেছে। ২০২১ সালের পর তিনি এখনও ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি। বর্তমানে ইংল্যান্ডে চলা ওয়ানডে কাপে পৃত্থী নর্থহ্যাম্পটনশায়ারে খেলছেন। বিসিসিআই (BCCI) শিবম দুবে এবং নীতীশকুমার রেড্ডির মতো ফাস্ট-বোলার কাম অলরাউন্ডারদের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংযোজন করার পরে ভেঙ্কটেশ আইয়ারও দলীপ ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন। পৃত্থীর মত আইয়ারও ওয়ানডে কাপ টুর্নামেন্টে খেলছেন। তিনি ল্যাঙ্কাশায়ারের খেলোয়াড়।
আরও পড়ুন- বাংলাদেশ কি এলেবেলে! সেরা তারকাকে রেস্ট দিয়েই টাইগারদের মোকাবিলা করবে ভারত, বড় আপডেট
২০২৩ সালে দলীপ ট্রফি জেতা দক্ষিণাঞ্চলের অধিনায়ক ছিলেন হনুমা বিহারী। কিন্তু, এবারের টুর্নামেন্টে তাঁকেও বাদ দেওয়া হয়েছে। বোলারদের মধ্যে উমেশ যাদব, জয়ন্ত যাদব, নবদীপ সাইনি, জয়দেব উনাদকাটরা বাদ পড়েছেন। এর মধ্যে জয়ন্ত যাদব কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন। গত মরশুমে রঞ্জিতে অসাধারণ খেলেছেন। কিন্তু, তারপরও ২০২১ সালের পর থেকে উমেশকে ভারতীয় দলে নেওয়া হয়নি। উমেশ আবার রঞ্জি ট্রফিতে বিদর্ভের হয়ে ৮ ম্যাচে ২৮.৫৫ গড়ে ২৯ উইকেট নিয়েছিলেন। তাঁকেও দলীপ ট্রফির বাছাই খেলোয়াড়দের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।