ঘটনাচক্রে নতুন বছরের প্রথম দিনেই সেই বেবিসিটারের ভূমিকাতেই পাওয়া গেল পন্থকে। মঙ্গলবার অজি প্রধানমন্ত্রী স্কট মরিসনের আমন্ত্রণে ভারত-অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা হাজির ছিলেন সিডনির কিরিবিলি হাউসে। প্রধানমন্ত্রীর বাসভবনেই পন্থের সঙ্গে দেখা হয়ে যায় পেইনের স্ত্রী বোনি পেইনের সঙ্গে। পন্থ পেইনের দুই সন্তান ও বোনির সঙ্গে ছবি তোলেন। এদের মধ্যে পেইনের এক সন্তানকে কোলেও নেন পন্থ। আইসিসি এই ছবি টুইট করে পন্থকে ‘বেস্ট বেবিসিটার’ হিসেবে আখ্যা দিয়েছে।
পার্থ হোক বা মেলবোর্ন। চলতি ইন্দো-অজি সিরিজে একাই স্লেজিংয়ের দায়িত্ব সামলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা হয়ে ঋষভ পন্থ। বাদ দেননি কাউকেই। ক্রমাগত উইকেটের পিছন থেকে কথা বলে ভারতীয় ব্যাটসম্যানদের মনসংযোগে ব্যাঘাত ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিনে পেইন বেবিসিটের প্রস্তাব দিয়েছিলেন পন্থকে।
আরও পড়ুন: পন্থকে বেবিসিটের প্রস্তাব পেইনের!
Tim Paine to @RishabPant777 at Boxing Day Test: “You babysit? I’ll take the wife to the movies one night, you’ll look after the kids?”
*Challenge accepted!* ????
(???? Mrs Bonnie Paine) pic.twitter.com/QkMg4DCyDT
— ICC (@ICC) January 1, 2019
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে সিরিজে পন্থকে বাদ দিয়েই দল করেছেন নির্বাচকরা। মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে দেশের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে। এই মর্মেই পন্থকে স্লেজ করেন পেইন। তিনি বলেছিলেন, “শুনলাম এমএস ওয়ান-ডে দলে ফিরে এসেছে। তুমি এবার হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে পারো। ওদের একজন ব্যাটসম্যান প্রয়োজন। এর ফলে অস্ট্রেলিয়ায় তোমার হলিডে-র সময় আরও একটু বাড়বে। হোবার্ট খুব সুন্দর শহর। জলের ধারে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবে। আচ্ছা তুমি কি বেবিসিট করো? তাহলে আমি আমার স্ত্রী-র সঙ্গে সিনেমা দেখতে গেলে তুমি বাচ্চাদের দেখাশোনা করতে পারবে।” যদিও পন্থ পরে পেইনকে ‘অস্থায়ী অধিনায়ক’ বলে পাল্টা দিয়েছিলেন।