একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। খেলার গতিপথটাই বদলে দিতে যথেষ্ট তাঁর একটা ঝোড়ো ইনিংসই। তাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামার আগে ঋষভ পন্থকে নিয়ে এখন থেকেই ভয়ে রয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বোলিং কোচ শ্যেন জার্গেনসন জানিয়েই দিলেন, ঋষভ পন্থ ভয়ঙ্কর ব্যাটসম্যান। বলে দিলেন, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারার দক্ষতা রয়েছে পন্থের। তবে এমন আক্রমণাত্মক ইনিংস খেলার জন্যই নিউজিল্যান্ডের বোলারদেরও পর্যাপ্ত সুযোগ থাকবে।
আরো পড়ুন: পুরুষদের ক্রিকেটে বেনজির কীর্তি মা-ছেলের! অবিশ্বাস্য অর্জনে চমকে গেল ক্রিকেট বিশ্ব
ব্রিটেনের দ্যা টেলিগ্রাফ-কে দেওয়া সাক্ষাৎকারে শ্যেন জার্গেনসন জানিয়েছেন, "ঋষভ পন্থ ভয়ঙ্কর ব্যাটসম্যান। একার হাতে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ও কেমন খেলেছে, সেটা আমরা সবাই দেখেছি। ভীষণ পজিটিভভাবে ব্যাটিং করে। তবে এই কারণেই নিউজিল্যান্ডের বোলারদেরও সুযোগ থাকবে।"
বর্ডার-গাভাসকার সিরিজে ঋষভ পন্থ তারকা হয়ে উঠেছিলেন। বিরাট কোহলির অনুপস্থিতিতে পিছিয়ে থাকা অবস্থায় টিম পেইনের অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত করে ছেড়েছিল ইন্ডিয়া। আর সেই সিরিজেই বড়সড় ভূমিকা পালন করেন ঋষভ পন্থ। ব্রিসবেনে পন্থের ইনিংস টেস্ট ক্রিকেটের লোকগাথায় পৌঁছে গিয়েছে।
তবে কীভাবে পন্থকে সামলাবেন কিউয়ি বোলাররা, সেই পরিকল্পনাও সেরে ফেলেছেন জার্গেনসন। "শান্ত মাথায় পরিকল্পনা মত পন্থকে রান তোলা থেকে বিরত রাখতে পারলেই সাফল্য আসবে। ও আসলে ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যান। সবসময় রান তুলতে ভালোবাসে। ওঁকে থামানো শক্ত। এটা আমাদের মাথায় রাখতে হবে।"
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পূর্ণ শক্তির দলই নামাচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, উমেশ যাদবরা যেমন অভিজ্ঞতার ঝুলি ভরে খেলতে নামবেন, যেমন তরুণ রক্ত হিসাবে স্কোয়াডে রয়েছেন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজের মত তারকারা।
আর ভারতীয় বোলারদের সমীহ করছে নিউজিল্যান্ডও। জার্গেনসেন বলে দিচ্ছেন, "ইন্ডিয়ায় বোলিং আক্রমণ ভীষণ চ্যালেঞ্জিং। একাধিক বোলিং অপশনের জন্য ওদের বোলিং বিভাগ। বুমরা থেকে অস্ট্রেলিয়ায় দারুণ করে আসা শার্দুল- প্রত্যেকের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে আমাদের। এছাড়া মহম্মদ সিরাজ রয়েছে, স্পিনাররা রয়েছে- যাঁরা দুদিকেই বল ঘোরাতে পারে। দুর্দান্ত কয়েকজন টেস্ট বোলারদের মুখোমুখি হতে হবে আমাদের।"
আপাতত সকলের নজর ১৮ জুলাই সাউদাম্পটনের ফাইনালের দিকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন