/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/pant-kohli.jpg)
ঋষভ ম্য়াচ-উইনার, আমরা ওর পাশেই আছি : বিরাট কোহলি
উইকেটকিপিং এবং ব্য়াটিং। দলে এই দু'টো ভূমিকা তাঁর। কিন্তু এর একটিতেও ছাপ রাখতে পারছেন না ঋষভ পন্থ। তাঁর সাম্প্রতিক ফর্ম প্রায় তলানিতে এসে ঠেকেছে। গ্রাফ ক্রমেই নিম্নমুখী। তবুও পন্থ থাকছেন প্রথম একাদশেই।
বাংলাদেশের বিরুদ্ধেও পন্থের ব্য়াটিংয়ের পাশাপাশি কিপিং চূড়ান্ত সমালোচিত হয়েছে। তিনি এসেছেন স্ক্য়ানারের নিচে। তাসত্ত্বেও পন্থেই অগাধ আস্থা টিম ম্য়ানেজমেন্টের। ভবিষ্য়তের কথা ভেবে তাঁর পাশেই থাকবে টিম। ফের একবার এই কথা বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আরও পড়ুন-হায়দরাবাদে ধোনিকে পেরিয়ে যাওয়ার মুখে পন্থ
Captain @imVkohli on what @imjadeja brings to the table ????️????️ #TeamIndia#INDvWI@Paytmpic.twitter.com/84PGRwO1FZ
— BCCI (@BCCI) December 5, 2019
In the zone and Ready for Match no.1 ???????? #TeamIndia#INDvWIpic.twitter.com/hI7l6aJkkn
— BCCI (@BCCI) December 5, 2019
আগামিকাল ভারত- ওয়েস্ট ইন্ডিজের তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কায়রন পোলার্ডদের বিরুদ্ধে নামার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিরাট। তিনি বলছেন, “ঋষভের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আপনারা ঠিকই বলেছেন যে, এটা প্লেয়ারদের দায়িত্ব ভাল পারফর্ম করার। কিন্তু আমাদেরও এটা দায়িত্বের মধ্য়েই পড়ে ঋষভকে সেই জায়গাটা দেওয়া। আমাদের থেকে পূর্ণ সমর্থন পাবে ও। সেটা না-করলে তাঁর প্রতি এটা অসম্মানজনক আচরণ হয়।,”
রোহিত শর্মার প্রসঙ্গ টেনে বিরাট বললেন, “রোহিত যেমন বলেছে যে, ঋষভ ম্য়াচ-উইনার, একবার ও ভাল খেললে সম্পূর্ণ আলাদা একটা সংস্করণই দেখতে পাব। ভাল না করলে ওকে আলাদা করে দেওয়া যায় না। আমরা আছি ওর জন্য়।”