Advertisment

Duleep Trophy-Rishabh Pant: পন্থকে কেন খেলতে হবে বাংলার তারকার নেতৃত্বে, জয় শাহ-গম্ভীরকে তুলোধোনা করলেন তারকা

Duleep Trophy 2024: গম্ভীরের কোচিংয়ে অসম্মান, অবিচারের শিকার ঋষভ পন্থ, প্রকাশ্যে এল বড় অভিযোগ

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant, Gautam Gambhir, ঋষভ পন্থ, গৌতম গম্ভীর,

Rishabh Pant-Gautam Gambhir: ঋষভ পন্থ ও গৌতম গম্ভীর। (ছবি- টুইটার)

Rishabh Pant in Duleep Trophy: বুধবারই পুনর্গঠিত দলীপ ট্রফির দল ঘোষণা হয়েছে। এই টুর্নামেন্টে খেলোয়াড় নির্বাচন নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং রবিচন্দ্রন অশ্বিনকে দলীপ ট্রফিতে অন্তর্ভুক্ত করা হয়নি। বাদ রাখা হয়েছে জসপ্রিত বুমরাহকেও। জায়গা পেয়েছেন কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, শুভমান গিল এবং রুতুরাজ গায়কোয়াড়রা। দলীপ ট্রফি ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। চারটে স্কোয়াড- এ, বি, সি, ডি। ১৭ দিন ধরে খেলা হবে। ছয়টি ম্যাচের সবগুলোই হবে অনন্তপুরে।

Advertisment

ঘরে এবং অস্ট্রেলিয়ায় ১০টি ম্যাচের দীর্ঘ টেস্ট মরশুমের আগে কিছু খেলোয়াড়কে অত্যন্ত প্রয়োজনীয় অনুশীলন দেওয়ার গুরুত্বের কথা মাথায় রেখে দলীপ ট্রফির ফরম্যাট বদলানো হয়েছে। এই টুর্নামেন্ট সেই কারণেই শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা মার্চে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। গিল, আইয়ার এবং রুতুরাজ গায়কোয়াড যথাক্রমে ভারত এ, ডি এবং সি দলের অধিনায়ক মনোনীত হয়েছেন। ইন্ডিয়া বি দলে অভিমন্যু ইশ্বরন নেতৃত্ব দেবেন। স্কোয়াডে থাকবেন যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ এবং ঋষভ পন্থ।

অনেকের কাছেই এটা অবাক ঠেকেছে যে পন্থ অধিনায়ক নন। আর, তিনি কি না ইশ্বরনের অধীনে খেলবেন। বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার এবং নেতৃত্বাধীন নির্বাচকদের দল কিন্তু এমনই সিদ্ধান্ত নিয়েছে। পদক্ষেপটি বিস্ময়কর, কারণ পন্ত তাঁর দুর্ঘটনার আগে রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার জন্য একসময় শক্তিশালী প্রতিযোগী ছিলেন। প্রকৃতপক্ষে, আইপিএল ২০২৪-এর সময়, পন্থ প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন। এই প্রসঙ্গে প্রাক্তন তারকা আকাশ চোপড়া প্রশ্ন তুলেছেন, পন্থ কি অধিনায়ক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন? আকাশ চোপড়ার প্রশ্নটি বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ, টেস্ট ক্রিকেটে পন্থ প্রকৃত অর্থেই সেরা খেলোয়াড়। কিন্তু, তারপরও তাঁকে অধিনায়ক করা হল না!

এব্যাপারে চোপড়া তাঁর ইউটিউব ভিডিওতে বলেছেন, 'ঋষভ পন্ত অধিনায়ক নন। তাঁকে অভিমন্যু ইশ্বরানের দলে নির্বাচিত করা হয়েছে। তিনি অভিমন্যু ইশ্বরানের অধিনায়কত্বে খেলছেন। ঠিক আছে। তাহলে, ঋষভ পন্থ কি টেস্ট অধিনায়ক পদেও প্রার্থীও নন? আমি একটু অবাক হচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত নই। কারণ, ঋষভ পন্থের সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে একজন টেস্ট ক্রিকেটার হিসেবেই। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে পন্থই একমাত্র উইকেটরক্ষক, যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন।'

গম্ভীর জমানায় পন্থের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পন্থ সেই সব বিরল ভারতীয় ক্রিকেটারদের অন্যতম, যাঁরা সেরা চার ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে তিনটিতেই সেঞ্চুরি করেছেন। ওডিআই এবং টি২০-তে তাঁর ফর্ম প্রশ্নাতীত। পন্থ ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে উঠেছেন। তিনি বর্তমানে সেরা উইকেটরক্ষক। তাহলে তাঁকে কেন অধিনায়কত্বের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানো হচ্ছে? এই প্রসঙ্গে মনে করা হচ্ছে যে, বোর্ড সম্ভবত পন্থকে অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব দিতে চায় না। কারণ তিনি ভারতের টেস্ট সেট-আপে সদ্য ফিরছেন। ম্যানেজমেন্ট এবং সদ্যনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীর তাই পন্থের জন্য কী পরিকল্পনা করেছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই আকাশ চোপড়া জানিয়েছেন।

আরও পড়ুন- বাংলাদেশ কি এলেবেলে! সেরা তারকাকে রেস্ট দিয়েই টাইগারদের মোকাবিলা করবে ভারত, বড় আপডেট

আকাশ অবশ্য পন্থের পক্ষে। তিনি বলেছেন, 'এটা আর কে করেছে, আমার জানা নেই। ও যেভাবে টেস্ট ক্রিকেটে খেলে এবং ধারাবাহিকভাবে রান করে, তা দেখে ব্যক্তিগতভাবে আমার মত, ও অধিনায়ক পদপ্রার্থী। তবে শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, অভিমন্যু ইশ্বরনরাও অধিনায়ক হিসেবে ভালো বাছাই। কিন্তু, পন্থ একজন ক্যাপ্টেন নন। আমার মতে, , এবং এটা আমার মতে একটা বিশাল ভুল। একটা নতুন যুগ শুরু হয়েছে। তাই ঋষভ পন্থের অধিনায়কত্বের ব্যাপারে গৌতম গম্ভীরের মতামত কী, তা জানার আগ্রহ থাকল। যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ শুরু হল, তখন পন্থ প্রথম দুটো ম্যাচ খেলেননি, কেএল রাহুল ছিলেন। কিন্তু, শেষ ম্যাচে সেই পন্থকেই নিতে হয়েছে।'

Rishabh Pant Cricket News Jay Shah BCCI Gautam Gambhir
Advertisment