বাদ পড়েও লজ্জা নেই! ধোনির ছবিতে এ কী কাণ্ড পন্থের
দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রথম একাদশে জায়গা হারিয়েছেন পন্থ। প্রথম ম্যাচ কনকাশনের শিকার হয়েছিলেন পন্থ। তারপরে দ্বিতীয় ম্যাচ থেকে বিশ্রামে পাঠানোব হয়েছিল তাঁকে।
ঋষভ পন্থ ও ট্রোলিং প্রায় সমার্থক হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ব্যারাকিংয়ের শিকার হতে হয় জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এবার ফের একবার শিরোনামে। নিউজিল্যান্ড বনাম ভারতের চতুর্থ ম্যাচ চলাকালীন ফের একবার পন্থকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হল।
Advertisment
কিছুদিন আগেই ধোনির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন সাক্ষী। ধোনিকে সেই ছবিতে দেখা যাচ্ছে লজ্জায় ব্লাশ করতে। সেই ছবিরই ক্যাপশনে সাক্ষী লিখেছিলে, "কিউটি এবং সুইটি"। সেই মজাতেই অংশ নিতে চেয়েছিলেন পন্থ। তারকা উইকেটকিপার কমেন্টে লিখেছিলেন, "হাই কিউটি"।
এরপরেই পন্থকে প্রথম একাদশের বাইরে রেখে মণীশ পাণ্ডের মতো বাড়তি এক ব্যাটসম্যানকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই স্ট্র্যাটেজিতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছেন কোহলিরা। নিউজিল্যান্ডেও সিরিজ জিতেছে ভারত।
তাই পন্থের জায়গা হয়েছে রিজার্ভে। এর মধ্যেই ধোনির ছবিতে কমেন্ট করে নিজের বিড়ম্বনা বাড়ালেন তিনি।
বাদ পড়েও লজ্জা নেই! ধোনির ছবিতে এ কী কাণ্ড পন্থের
দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রথম একাদশে জায়গা হারিয়েছেন পন্থ। প্রথম ম্যাচ কনকাশনের শিকার হয়েছিলেন পন্থ। তারপরে দ্বিতীয় ম্যাচ থেকে বিশ্রামে পাঠানোব হয়েছিল তাঁকে।
Follow Us
ঋষভ পন্থ ও ট্রোলিং প্রায় সমার্থক হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ব্যারাকিংয়ের শিকার হতে হয় জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এবার ফের একবার শিরোনামে। নিউজিল্যান্ড বনাম ভারতের চতুর্থ ম্যাচ চলাকালীন ফের একবার পন্থকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হল।
কিছুদিন আগেই ধোনির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন সাক্ষী। ধোনিকে সেই ছবিতে দেখা যাচ্ছে লজ্জায় ব্লাশ করতে। সেই ছবিরই ক্যাপশনে সাক্ষী লিখেছিলে, "কিউটি এবং সুইটি"। সেই মজাতেই অংশ নিতে চেয়েছিলেন পন্থ। তারকা উইকেটকিপার কমেন্টে লিখেছিলেন, "হাই কিউটি"।
আরও পড়ুন আইপিএল শুরুর আগেই খুশির হাওয়া সিএসকেতে! ভক্তদের আর দুঃশ্চিন্তা রইল না
অজস্র কমেন্টের ভিড়ে সেই ঋষভের কমেন্ট নেটিজেনদের নজরে আসতেই শুরু হয়ে যায় ট্রোলিং। প্রত্যেকেই তাঁকে পরামর্শ দেন, সোশ্যাল মিডিয়ায় সময় না কাটিয়ে বরং ক্রিকেটে নজর দিতে।
দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রথম একাদশে জায়গা হারিয়েছেন পন্থ। প্রথম ম্যাচ কনকাশনের শিকার হয়েছিলেন পন্থ। তারপরে দ্বিতীয় ম্যাচ থেকে বিশ্রামে পাঠানোব হয়েছিল তাঁকে। পন্থের পরিবর্তে নেমে লোকেশ রাহুল পার্টটাইম উইকেটকিপারের ভূমিকায় মানিয়ে নিয়েছিলেন। ব্যাটে রান করার পাশাপাশি উইকেটের পিছনেও ভরসা জোগাচ্ছেন কেএল রাহুল।
আরও পড়ুন হলুদ শাড়িতে সামি-হাসিনার মেয়ে যেন সাক্ষাৎ সরস্বতী! ছবিতে ছবিতে সম্প্রীতির সুগন্ধ
এরপরেই পন্থকে প্রথম একাদশের বাইরে রেখে মণীশ পাণ্ডের মতো বাড়তি এক ব্যাটসম্যানকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই স্ট্র্যাটেজিতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছেন কোহলিরা। নিউজিল্যান্ডেও সিরিজ জিতেছে ভারত।
তাই পন্থের জায়গা হয়েছে রিজার্ভে। এর মধ্যেই ধোনির ছবিতে কমেন্ট করে নিজের বিড়ম্বনা বাড়ালেন তিনি।