Advertisment

Rishabh Pant-Neeraj Chopra: নীরজ সোনা জিতলেই লাখ টাকার প্রতিশ্রুতি, বিতর্কের মুখে পন্থকে ধুয়ে দিলেন বাংলার তারকাও

Neeraj Chopra in Paris Olympics: টাকার প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন ঋষভ পন্থ

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra, Rishabh Pant, নীরজ চোপড়া, ঋষভ পন্থ,

Neeraj Chopra-Rishabh Pant: নীরজ চোপড়া ও ঋষভ পন্থ। (ছবি- টুইটার)

Rishabh Pant promises for Neeraj Chopra gold: ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থের কড়া সমালোচনা করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে বিরাট কোহলির টিমমেট শ্রীবৎস সমালোচনার কারণ নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকে নীরজের ফাইনাল ইভেন্টের আগে টুইট করেছিলেন ঋষভ পন্থ। ৮ আগস্ট পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতার ফাইনাল। সেখানে একমাত্র ভারতীয় প্রতিনিধি নীরজ চোপড়া। এর আগে অলিম্পিকে জ্যাভলিনে গোল্ড মেডেল জেতা নীরজ এখানেও স্বর্ণপদক জয়ের চেষ্টা চালাচ্ছেন।

Advertisment

এই পরিস্থিতিতেই টুইট করেছেন ঋষভ পন্থ। তারকা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের হয়ে খেললেন। ভারত একদিনের সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। সেই সিরিজের ফাইনাল ম্যাচে খেলেছেন ঋষভ পন্থ। তিনি টুইট করে জানিয়েছেন, নীরজ চোপড়াও এবারও অলিম্পিকে গোল্ড মেডেল আনতে পারলে তিনি ১ লক্ষ ৮৯ টাকা নীরজকে পুরস্কার ব্যক্তিগত পুরস্কার হিসেবে দেবেন।

আরও পড়ুন- গম্ভীরকে এটাই উপহার টিম ইন্ডিয়ার! ভারতের হারে কুৎসিত উল্লাস পাক ক্রিকেটারের, কদর্য মন্তব্য সরাসরি

বুধবার করা পন্থের টুইটটা ছিল, 'আগামিকাল যদি নীরজ চোপড়া সোনা জয় করেন, আমি যে ব্যক্তি এই টুইটটি পছন্দ করবেন এবং সবচেয়ে বেশি মন্তব্য করবেন, সেই ভাগ্যবান বিজয়ীকে ১,০০,০৮৯ টাকা দেব। আর, বাকি সেরা ১০ জনকে বিমানের টিকিট দেব। আসুন, আমার ভাইয়ের জন্য ভারত এবং ভারতের বাইরে থেকে সমর্থন করুন।' এই টুইট দেখেই শ্রীবৎস গোস্বামী মন্তব্য করেছেন, 'আমি বুঝতে পারছি না, কী চলছে! ভাই ঋষভ, এই ব্যক্তিগত প্রচার থেকে বের হও।'

শুধু শ্রীবৎস গোস্বামীই নন। পন্থের এই টুইট অন্যান্য নেটিজেনদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যঙ্গ করে এক নেটিজেন তো লিখেই দিয়েছেন, বিরাট কোহলিও তো আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। নীরজ সোনা জিতলে, কোহলি সৌভাগ্যবান ফলোয়ারদের ৫০ হাজার টাকা করে দেবেন বলে কথা দিয়েছেন। নীরজ অবশ্য এবারও ভারতকে গর্বিত করার ব্যাপারে বদ্ধপরিকর। তাঁর চোট ছিল, সেই চোট সারিয়ে নীরজ এই অলিম্পিকে অংশ নিয়েছেন। ভারতীয় ক্রীড়াবিদরা এবারের অলিম্পিকে এখনও পর্যন্ত মাত্র তিনটে ব্রোঞ্জ পদক পেয়েছেন। তার মধ্যেই নীরজ গ্রুপ বি-তে দুর্দান্ত ফল করে সেরার স্থান ধরে রেখেছেন।

Rishabh Pant Paris Olympics 2024 India Medal Indian Cricket Team Neeraj Chopra
Advertisment