Advertisment

Rishabh Pant Half-century: সিডনিতে হিরো-পন্তি! ঋষভের ছক্কায় রেকর্ডের ফোয়ারা, ম্যাচে ভারত

Border Gavaskar Trophy: পন্থ প্রথম ইনিংসে ৯৮ বলের ৪টি চারটি ছক্কা মেরে ৪০ রান করেছিলেন। তিনি চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় ৫৬টি ৬ মেরে রোহিত শর্মার সঙ্গেই ৬ মারার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rishabh Pant sixes

Rishabh Pant Half century against Australia: চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি ঋষভ পন্থের (টুইটার)

Rishabh Pant Half-century against Australia: সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে আসা খেলোয়াড় হিসেবে দ্রুততম ৫০ হাঁকালেন। ভাঙলেন অর্ধশতাব্দী পুরোনো রেকর্ড। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ায় তাঁর ১৩তম টেস্ট ছয়ের মাধ্যমে ভিভিয়ান রিচার্ডস এবং ক্রিস গেইলকেও ছাপিয়ে গেলেন।

Advertisment

তাঁর এই ছয়ের সংখ্যা অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে আসা সব ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি। প্রথম ইনিংসে ৪ রানের লিডের পরে ভারত ৫৯ রানে ৩ উইকেট হারায়। এরপরই ৫ নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন পন্থ।

স্কট বোল্যান্ডকে লং-অনে ছক্কা হাঁকান। মাত্র ২৯ বলে ৫০ করেন। আর, তাতেই ভেঙে দেন অসংখ্য রেকর্ড। ২০১৭ সালে এই মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। ঠিক তার পরেই রয়েছে পন্থের এই অর্ধশতক। যা অস্ট্রেলিয়ায় টেস্টে দ্বিতীয় দ্রুততম ফিফটি।

Advertisment

সফরকারী ব্যাটার হিসেবে প্রথম দ্রুততম অর্ধশতক। এর আগে ১৯৭৫ সালে পার্থে ৩৩ বলে ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিকস অর্ধশতক হাঁকিয়েছিলেন। ইংল্যান্ডের জন ব্রাউন তার আগে ১৮৯৫ সালে টাইমলেস টেস্টে ৩৪ বলের অর্ধশতক হাঁকিয়ে রেকর্ড করেছিলেন। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন পন্থ।

এবার ফের অল্প বলে অর্ধশতক পূর্ণ করলেন। যার ফলে, টেস্টে ভারতীয়দের দ্বারা দুটি দ্রুততম অর্ধশতকের রেকর্ড এখন পন্থের দখলে।

অস্ট্রেলিয়া সফরকারী ব্যাটারদের মাধ্যমে দ্রুততম টেস্ট অর্ধশতক

২৯ বল– ঋষভ পান্ত (ভারত), ২০২৫– সিডনি

৩৩ বল- রয় ফ্রেডেরিকস (ওয়েস্ট ইন্ডিজ), ১৯৭৫- পার্থ

৩৪ বল– জন ব্রাউন (ইংল্যান্ড), ১৮৯৫– মেলবোর্ন

৩৪ বল– ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ২০০৯– পার্থ

ছক্কার রেকর্ড পন্থ প্রথম ইনিংসে ৯৮ বলের ৪টি চারটি ছক্কা মেরে ৪০ রান করেছিলেন। তিনি চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় ৫৬টি ৬ মেরে রোহিত শর্মার সঙ্গেই ৬ মারার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। অস্ট্রেলিয়ায় তাঁর ১৩তম টেস্ট ছক্কার মাধ্যমে ভিভিয়ান রিচার্ডস এবং ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন।

শনিবার শেষ পর্যন্ত ৬টি চার ও ৪টি ছক্কার মাধ্যমে ৩৩ বলে ৬১ রান করে তিনি আউট হন। ছক্কা মারার তালিকায় ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে পন্থ এখন ৪ নম্বরে। তালিকায় একনম্বরে আছেন বীরেন্দ্র শেওবাগ। তিনি ৯০টি ছক্কা মেরেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা।

তিনি ৮৯টি ছক্কা মেরেছেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন এমএস ধোনি। তিনি ৭৮টি ছক্কা মেরেছেন। অস্ট্রেলিয়ায় সর্বাধিক টেস্ট ছক্কা (সফরকারী দলের ব্যাটারের) পন্থ- ১৩টি ক্রিস গেইল, ভিভ রিচার্ডস- ১২টি এস ব্রড- ১১টি ক্লাইভ লয়েড, রোহিত শর্মা- ১০টি

Rishabh Pant Team-India Indian Team Border-Gavaskar Trophy Indian Cricket Team India Cricket Team Team India
Advertisment