Advertisment

ভিডিও: ঋষভ পন্থের স্টাম্পিংয়ের ভুলে জীবন পেলেন লিটন দাস

দিল্লিতে একাধিক ডিআরএস নেওয়ার অপারদর্শীতার জন্য় কাঁটাছেঁড়া হয়েছিল তাঁর। এবার রাজকোটে অত্য়ন্ত সহজ একটি স্টাম্পিং মিস করে দলের ক্ষতি করে দিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishabh Pant messes up an easy stumping; gives lifeline to Liton Das

রাজকোটেও খবরের শিরোনামে ঋষভ পন্থ। ভারতের তরুণ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান প্রথম টি-২০ ম্য়াচের পর ফের সমালোচিত। দিল্লিতে একাধিক ডিআরএস নেওয়ার অপারদর্শীতার জন্য় কাঁটাছেঁড়া হয়েছিল তাঁর। এবার রাজকোটে অত্য়ন্ত সহজ একটি স্টাম্পিং মিস করে দলের ক্ষতি করে দিলেন তিনি।

Advertisment

এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্য়াট করতে নেমছিল বাংলাদেশ। লিটন দাস ও মহম্মদ নঈমের ব্যাটে দুরন্ত শুরু করে পদ্মাপারের দেশ। ম্য়াচের পঞ্চম ওভারেই লিটন দাসের উইকেট পেয়ে যেত পারত ভারত। যুজবেন্দ্র চাহালের তৃতীয় বলে ফ্লাইট মিস করেন লিটন। 'ডান্সিং ডাউন দ্য ট্র্য়াক' হয়েই বড় শটের সুযোগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন-রাজকোটে হেসেখেলে জয় টিম রোহিতের

আরও পড়ুন-ছয়ের রাজা রোহিত শর্মা, বলছে পরিসংখ্য়ান

পন্থ পর্যাপ্ত সময় পেয়েও স্টাম্প অতিক্রম করার আগেই বলটিকে সংগ্রহ করে বেল ফেলে দেন। তৃতীয় আম্পায়ার আউটের ভিডিওটি স্লো-মোতে রিভিউ করে নট আউটের সিদ্ধান্ত নেন। যদিও এর পরের ওভারে লিটন আবার আউট হতে হতে বেঁচে যান। রোহিত শর্মা সহজ ক্যাচ হাতছাড়া করে ফেলেন। অষ্টম ওভারে পন্থের বুদ্ধিমত্তায় লিটন রান-আউট হয়ে ফেরেন ২১ বলে ২৯ রান করে।

বাংলাদেশ এদিন ১৫৩/৬ রান তোলে নির্ধারিত ওভারে। জবাবে ২৬ বল হাতে রেখেই ভারত আট উইকেটে ম্য়াচ জিতে সিরিজে সমতায় ফিরিয়ে আনেন। তিন ম্যাচের সিরিজ এখন ১-১। ৪৩ বলে ৮৫ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন রোহিত শর্মা।

Bangladesh India Rishabh Pant
Advertisment