Advertisment

ঋষভ পন্থকে আরও খাটতে হবে, সাফ জানাচ্ছেন শেওয়াগ

তবে দলের মোক্ষম সময়ে পন্থ আউট হয়ে যাওয়ার সমালোচনার শিকার হলেও শেওয়াগ মনে করেন, পন্থকে নিয়ে ধৈর্য ধরতে হবে। এক বিবৃতিতে তিনি জানান, পন্থ দারুণ প্রতিভাবান এক ক্রিকেটার। বিপুল সম্ভবনা রয়েছে ওর।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishabh Pant eclipses MS Dhoni, equals Adam Gilchrist's wicket-keeping record in Test cricket

আবারও এমএস ধোনিকে পিছনে ফেলে দিলেন ঋষভ পন্থ

ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে ঋষভ পন্থ দ্রুত উঠে আসছেন। জাতীয় দলে তিন ফর্ম্যাটে অটোমেটিক উইকেটকিপার হিসেবে একনম্বর চয়েস দিল্লির তরুণ উইকেটকিপার। সীমিত ওভারের ক্রিকেটের মতো এবার টেস্টেও তাঁকে লম্বা দৌড়ের ঘোড়া ধরা হচ্ছে। তবে ব্যাট হাতে ভুলভাল শট নির্বাচনের কারণে সাম্প্রতিককালে বারেবারেই সমালোচিত হয়েছেন তিনি। তাই পন্থের উদ্দেশ্যে বীরেন্দ্র শেওয়াগের সাফ বার্তা, নিজের খেলা উন্নত করতে ওকে আরও খাটতে হবে।

Advertisment

তবে দলের মোক্ষম সময়ে পন্থ আউট হয়ে যাওয়ার সমালোচনার শিকার হলেও শেওয়াগ মনে করেন, পন্থকে নিয়ে ধৈর্য ধরতে হবে। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এক বিবৃতিতে তিনি জানান, "পন্থ দারুণ প্রতিভাবান এক ক্রিকেটার। বিপুল সম্ভবনা রয়েছে ওর। তবে ওকে যাতে ভালভাবে গ্রুম করা হয়, সেটা দেখতে হবে।" পাশাপাশি বীরুর সংযোজন, "প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে ওকে আশ্বস্ত করতে হবে। যাতে সমস্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারে। এবং নিজের খেলার উন্নতি ঘটিয়ে ক্রিকেটার হিসেবে আরও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে।"

আরও পড়ুন পাঁচ উইকেটের সৌজন্য়ে অনন্য় রেকর্ডে নাম লেখালেন বুমরা

পন্থের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও মুখ খুলেছেন বিধ্বংসী এই প্রাক্তন ওপেনার। জানিয়েছেন, "আমাদের রিজার্ভ বেঞ্চ ভাল। দারুণ ফাস্ট বোলার যেমন রয়েছে তেমনই স্পিন বিভাগও ভাল। আপাতত টিম কম্বিনেশন ঠিক করতে হবে।"

আরও পড়ুন রাহানে-বুমরার কামাল, ৩১৮ রানে অ্যান্টিগা টেস্ট জিতল ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভাল করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই প্রতিপক্ষকে কার্যত গুঁড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৩১৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম কোহলি। ব্যাটে যেমন অজিঙ্কা রাহানে শতরান করে নিজের ফর্মে প্রত্যাবর্তন করেছেন, তেমনই জসপ্রীত বুমরা বল হাতে পাঁচ উইকেটে আগুন ধরিয়েছেন স্যর ভিভিয়ান রিচার্ডস নামাঙ্কিত স্টেডিয়ামে। এই জয়ে ভারত আপাতত ৬০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষে। একই পয়েন্ট থাকলেও শ্রীলঙ্কা আপাতত দ্বিতীয়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ৩২ পয়েন্টে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

Read the full article in ENGLISH

Virender Sehwag Rishabh Pant
Advertisment