Rishabh Pant: ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভাল হয়নি। ব্যাট হাতে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও, বোলিং এবং ফিল্ডিংয়ে যারপপরনাই হতাশ করেছে। প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়ার (Team India) পক্ষ থেকে ৫ শতরান করা হয়। এরমধ্যে জোড়া শতরান করেছিলেন ঋষভ পন্থ। লিডস টেস্টের (India vs England) জোড়া ইনিংসে শতরান করে ঋষভ কার্যত ইতিহাস কায়েম করেছিলেন। সম্প্রতি ঋষভ সম্পর্কে ফাঁস হয়ে যায় একটি ভয়ঙ্কর সত্য। টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার নিজেকে বদলানোর জন্য মোবাইল ফোন বন্ধ করে দিয়েছিলেন। ডিলিট করে ফেলেছিলেন হোয়াটসঅ্যাপও।
কেন নিজের মোবাইল ফোন বন্ধ করে রাখতেন ঋষভ পন্থ?
২০২৪-২৫ বর্ডার গাভাসকার ট্রফিতে ঋষভ পন্থ একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। ৫ ম্য়াচের এই সিরিজে পন্থ ২৮.৩৩ গড়ে মাত্র ২৫৫ রান করেছিলেন। এরপর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সুযোগ পেয়েছিলেন বটে, কিন্তু একটাও ম্য়াচ খেলার সুযোগ পাননি। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন মারফৎ জানতে পারা গিয়েছে, মেলবোর্ন টেস্ট ম্য়াচে ঋষভ পন্থ বেশ কয়েকটি দায়িত্বজ্ঞানহীন শট খেলেছিলেন। সেকারণে তাঁকে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়ে। সুনীল গাভাসকার তো প্রকাশ্যে 'বোকা' বলে ফেলেন। এরপরই ঋষভ সিদ্ধান্ত নেন যে নিজের ক্রিকেট খেলা একেবারে বদলে ফেলবেন।
Rishabh Pant Record: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ঋষভ পন্থের, প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে বিরল নজির
এরপর যখন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হয়, সেইসময় পন্থ সিদ্ধান্ত নেন যে তিনি মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপও আনইনস্টল করে ফেলবেন। যেমন ভাবা, তেমন কাজ। আর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার পর তিনি মোবাইল ফোনটাই বন্ধ করে রেখে দেন। শুধুমাত্র কারোর সঙ্গে কথা বলার দরকার পড়লে, তখনই ফোনটা চালু করতেন। এরপর ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও ঋষভ একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। আইপিএল ইতিহাসের সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হওয়া সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৩০০ রান পর্যন্ত করতে পারেননি তিনি। যদিও মরশুমের শেষ ম্য়াচে তিনি দুর্দান্ত একটি শতরান করেন।
Rishabh Pant Century: টেস্ট ক্রিকেটে টি-২০'র মেজাজ, যশস্বী-শুভমানের পর সেঞ্চুরি ঋষভের
টিম ইন্ডিয়ার প্রাক্তন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই এই ব্যাপারে মুখ খুলেছেন। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, বর্তমানে ঋষভ নিজের ফিটনেসের উপর যথেষ্ট খেয়াল রাখে। নিজেকে পরিবর্তন করার জন্য ও অক্লান্ত পরিশ্রম করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যখন রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছিল, সেইসময় যথেষ্ট অনুশীলন করে। দিন-রাত এক করে ও অনুশীলন চালিয়ে যেত। পন্থ ফ্রি হলে আমাকে নিয়ে জিমে যেত। আমাকে শুধু একটাই কথা বলত যে নিজের উপর আরও বেশি করে কাজ করতে হবে।