Rishabh Pant Poor Batting: জলে গেল গোয়েঙ্কার ২৭ কোটি, ঋষভের ব্যর্থতাই ভোগাচ্ছে লখনউকে? ফুঁসছেন সমর্থকরা

Rishabh Pant LSG: তবে ঋষভ যে প্রাইস ট্যাগের কারণে খেলতে পারছেন না, এমন মন্তব্য করা নেহাতই ভুল হবে। কারণ, বর্তমানে পন্থ একেবারেই ফর্মে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর তাঁকে আর টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায়নি।

Rishabh Pant LSG: তবে ঋষভ যে প্রাইস ট্যাগের কারণে খেলতে পারছেন না, এমন মন্তব্য করা নেহাতই ভুল হবে। কারণ, বর্তমানে পন্থ একেবারেই ফর্মে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর তাঁকে আর টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায়নি।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant & Sanjeev Goenka

ঋষভ পন্থ এবং সঞ্জীব গোয়েঙ্কা

Rishabh Pant: চলতি আইপিএল টুর্নামেন্টটা একেবারে ভাল যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের। একে তো তাঁর ব্য়াটে রানের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, অধিনায়কত্ব নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। গত তিনটে ম্য়াচের মধ্যে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দুটোয় হেরে গিয়েছে। আর পন্থের এই ফ্লপ পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সামালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

Advertisment

এর পিছনে সবথেকে বড় কারণ হল, ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের মেগা নিলামে ২৭ কোটি টাকা খরচ করে তাঁকে কেনা হয়েছিল। এই মোটা অঙ্কের টাকা খরচ করার পর সমর্থক এবং টিম ম্য়ানেজমেন্ট আশা করেছিল যে পন্থ এই টুর্নামেন্টে ধামাকাদার পারফরম্য়ান্স করতে পারবেন। কিন্তু, তেমন কোনও দৃশ্য এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত চার ম্য়াচে ঋষভ মাত্র ১৯ রান করেছেন। আর এই পারফরম্য়ান্স দেখার পর অনেকেই বলতে শুরু করেছেন, সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka ) ২৭ কোটি টাকা বোধহয় জলেই গেল! এত প্রত্যাশার চাপে বোধহয় ঋষভ খেলতে পারছেন না।

তবে ঋষভ যে প্রাইস ট্যাগের কারণে খেলতে পারছেন না, এমন মন্তব্য করা নেহাতই ভুল হবে। কারণ, বর্তমানে পন্থ একেবারেই ফর্মে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর তাঁকে আর টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায়নি। এমনকী, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গম্ভীর কিন্তু ঋষভের উপর ভরসা দেখাতে পারেননি। সেকারণে কেএল রাহুলকে গোটা টুর্নামেন্টে খেলানো হয়েছে। বলা বাহুল্য, রাহুলও কিন্তু গম্ভীরের ভরসার যোগ্য প্রতিদান দিতে পেরেছেন।

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স

Advertisment

এটা অবশ্যই দুর্ভাগ্যের বিষয় যে পন্থের খারাপ ব্যাটিংয়ের পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসও আপাতত মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে লখনউয়ের নবাবরা কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

উল্লেখ্য, এই ম্য়াচে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স (Lucknow Super Giants vs Mumbai Indians live updates) দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এরপর লখনউ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে। দলের দুই ওপেনারই করেছেন হাফসেঞ্চুরি। মিচ মার্শ ৩১ বলে করেছেন ৬০ রান। অন্যদিকে ৩৮ বলে ৫৩ রান করেছেন এইডেন মারক্রাম। এই পরিস্থিতিতে একানা স্টেডিয়ামে লখনউ নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে পারে কি না, এখন সেটাই দেখার।

Lucknow Super Giants vs Mumbai Indians live updates Lucknow Super Giants IPL 2025 Sanjiv Goenka Rishabh Pant