ধোনির সঙ্গে তুলনায় আপত্তি পন্থের, তিনি এখন শুধু শিখতে চান

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের কাছে ধোনি অনেকটা মেন্টরের মতো। কিন্তু পন্থ সেভাবে ধোনির সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটাতে পারেননি। কাছে পেয়েছেন বিরাট কোহলিকে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন পন্থের ক্রিকেট দর্শনটাই বদলে দিয়েছেন।

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের কাছে ধোনি অনেকটা মেন্টরের মতো। কিন্তু পন্থ সেভাবে ধোনির সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটাতে পারেননি। কাছে পেয়েছেন বিরাট কোহলিকে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন পন্থের ক্রিকেট দর্শনটাই বদলে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishabh Pant and MS Dhoni

ঋষভ পন্থ ও এমএস ধোনি (ছবি-টুইটার)

টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ এই মুহূর্তে দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত কয়েক মাসে তাঁর কেরিয়ারের মোড়ই ঘুরে গিয়েছে। এই মুহূর্তে জাতীয় দলের তিন ফর্ম্যাটেই তিনি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে তাঁর ব্যাট কথা বলেছিল। আর এই পন্থই এখন টিম ইন্ডিয়ার টি-২০ দলে ঝলসাচ্ছেন।

Advertisment

ভারতীয় দলের অন্দরমহলেরল খবর, মহেন্দ্র সিং ধোনি নাকি পন্থকে সুযোগ করে দেওয়ার জন্যই টি-২০ দল থেকে সরে এসেছেন। মাহিকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে বাদ দেওয়া হয়নি বলেও শোনা যায়। ঋদ্ধিমান সাহার চোটের জন্যই পন্থই লাভবান হয়েছেন। টেস্টেও সুযোগ পেয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরানের স্বাদ পাওয়া পন্থ অস্ট্রেলিয়ার মাটিতেও উইকেটের পিছনে দাঁড়াতে পারেন। যদিও টিমে থাকছেন দীনেশ কার্তিক ও পার্থিব প্যাটেলও।  অনেকেই পন্থকে ধোনির উত্তরসূরী হিসেবে দেখতে শুরু করে দিয়েছেন। যদিও এই প্রতিদ্বন্দ্বীতা একেবারেই নাপসন্দ পন্থের। দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্থ জানিয়েছেন, “আমি কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য এখানে আসিনি। আমার কাছে সবটাই শেখার। আমি মাহি ভাইয়ের কাছে গিয়েই অনেক কিছু শিখতে চাই।”

আরও পড়ুন: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: উত্তরণ পৃথ্বী-পন্থের, প্রথম পঁচিশে উমেশ যাদব

Advertisment

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের কাছে ধোনি অনেকটা মেন্টরের মতো। কিন্তু পন্থ সেভাবে ধোনির সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটাতে পারেননি। কাছে পেয়েছেন বিরাট কোহলিকে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন পন্থের ক্রিকেট দর্শনটাই বদলে দিয়েছেন। পন্থ জানিয়েছেন, “বিরাট ভাই আমাকে বলেছে, ৫০টা আন্তর্জাতিক ম্যাচ খেলা মানেই অভিজ্ঞ হয়ে যাওয়া নয়। কেউ কেউ তিন চারটে ম্যাচ খেলেও একই ররম অভিজ্ঞতা অর্জন করেত পারে। যদি সে বাকিদের ভুলের থেকে শিক্ষা পায়।”

ক্যাঙারুর দেশে দু মাস থাকবে বিরাট কোহলি অ্যান্ড কোং।  পূর্ণাঙ্গ এই ক্রিকেট সিরিজে তিনটি টি-২০, চারটি টেস্ট ও তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলা হবে। টি-২০ দিয়েই শুরু হবে ইন্দো-অজি মহারণ। অবশ্যই চোখ থাকবে পন্থের দিকেও।

BCCI Virat Kohli MS DHONI