পন্থের জীবনে এই সুন্দরীর কী অবদান?

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন ঋষভ পন্থ। শুধু উইকেটের পিছনেই তিনি মুগ্ধ করেননি, কামাল করেছেন ব্যাট হাতেও। এমনকি পাল্টা স্লেজিং করেও বদলে দিয়েছিলেন টেস্টের রং।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন ঋষভ পন্থ। শুধু উইকেটের পিছনেই তিনি মুগ্ধ করেননি, কামাল করেছেন ব্যাট হাতেও। এমনকি পাল্টা স্লেজিং করেও বদলে দিয়েছিলেন টেস্টের রং।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishabh Pant post picture with special person

কেন এই সুন্দরীকে আনন্দে রাখতে চান পন্থ, কে ইনি? (ছবি-ইনস্টাগ্রাম)

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন ঋষভ পন্থ। শুধু উইকেটের পিছনেই তিনি মুগ্ধ করেননি, কামাল করেছেন ব্যাট হাতেও। এমনকি পাল্টা স্লেজিং করেও বদলে দিয়েছিলেন টেস্টের রং। রুরকির বছর একুশের বাসিন্দা একাধিক রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন।

Advertisment
View this post on Instagram

I just want to make you happy because you are the reason I am so happy ❤️

A post shared by Rishabh Pant (@rishabpant) on

Advertisment
View this post on Instagram

My man, my soulmate, my best friend, the love of my life. @rishabpant

A post shared by Įsha Negi ???? (@ishanegi_) on

পন্থ এখন ভারতে। টেস্ট সিরিজ শেষ করেই দেশে ফিরে এসেছেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে দলে সুযোগ পাননি তিনি। দেশে ফিরে ‘আনন্দেই’ আছেন পন্থ। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে এক সুন্দরী পন্থের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। আর পন্থ লিখেছেন, “আমি তোমাকে খুশি রাখতে চাই। তুমিই আমার খুশির কারণ।” এই ছবির পর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না যে, ইনিই পন্থের জীবনের বিশেষ মানুষ। নাম ইশা নেগি। ইশার ইনস্টাগ্রাম বায়ো বলছে যে, তিনি পেশায় একজন উদ্যোগপতি ও ইন্টেরিয়র ডেকর ডিজাইনার। ইশাও নিজের ইনস্টাগ্রামে সেই একই ছবি পোস্ট করে পন্থের উদ্দেশে লিখেছেন, “মাই ম্যান, মাই সোলমেট, মাই বেস্ট ফ্রেন্ড, দ্য লাভ অফ মাই লাইফ।”

আরও পড়ুন: পন্থ যা করলেন তা ধোনিও পারেননি কখনও

অস্ট্রেলিয়ার মাটিতে ধোনির যোগ্য উত্তরসূরী হওয়ার প্রমাণ দিয়েছিলেন পন্থ। বাইশ গজে নিজের ছাপ রেখে নির্বাচকদের আস্থার সুনাম রেখেছেন তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার (৩৫০) হন পন্থ। উপ মহাদেশের প্রথম উইকেট কিপার হিসেবে টেস্ট সিরিজে ২০০ প্লাস রানের পাশাপাশি ২০টি ক্যাচও নেন উইকেটের পিছনে দাঁড়িয়ে।

cricket Cricket Australia India