শিখর ধাওয়ানের ব্যাক-আপ হিসেবে ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন ঋষভ পন্থ। সংবাদসংস্থা আইএএনএস-এর সূত্র মারফত খবর এমনটাই। আঙুলে চিড় ধরায় গব্বরকে অন্তত তিন সপ্তাহ পাবেন না বিরাট কোহলি। তাঁর পরিবর্তেই পন্থকে দলে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও সরকারি ভাবে ধাওয়ানের পরিবর্ত হিসেবে পন্থের নাম ঘোষণা করা হয়নি। কিন্তু পন্থের কাছে প্রস্তুত থাকার বার্তা পৌঁছে গিয়েছে।
বোর্ড জানিয়েছে যে, তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মধ্যবর্তী জায়গায় চোট পেয়েছেন ধাওয়ান। আপাতত তিনি বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানেই থাকবেন। তাঁর চোটের ওপর মনিটর করা হবে। বোর্ডের বিশ্বাস দ্রুত সেরে উঠবেন গব্বর।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ম্যাচে অনবদ্য় ফর্মে ছিলেন গব্বর। ১০৯ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ভারত ৩৫২ রান তুলেছিল স্কোরবোর্ডে। এই ম্যাচেই অজি পেসার ন্যাথান কুল্টার-নাইলের উঠে আসা ডেলিভারি তাঁর আঙুলে লাগে। মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরান ধাওয়ান। মাঠে ফিজিওর সাহায্য় নিতে হয়েছিল তাঁকে। সেদিন আর ফিল্ডিং করতে পারেনিন গব্বর। তাঁর পরিবর্তে রবীন্দ্র জাদেজা মাঠে নামেন।
আরও পড়ুন: ছিটকে গেলেন ধাওয়ান, সুযোগের অপেক্ষায় পন্থ-রায়ডু
আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন পন্থ। বিশ্বকাপে তাঁর পরিবর্তে অভিজ্ঞ দীনেশ কার্তিককে দলে সুযোগ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতো প্রাক্তনরা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, ভারত পন্থের অভাব বোধ করবে। এমনকী গতকাল কেভিন পিটারসেনও টুইট করে জানিয়ে দেন যে, ধাওয়ানের পরিবর্তে পন্থকে বিশ্বকাপে উড়িয়ে আনা হোক।