প্ৰথম ম্যাচের আগেই ক্যাপ্টেন বদলাল ভারত! বড় ধাক্কায় বিরাট ঘোষণা টিম ইন্ডিয়ার

কেএল রাহুল নন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ।

কেএল রাহুল নন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২৪ ঘন্টা পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। এর মধ্যেই বড়সড় ধাক্কা টিম ইন্ডিয়ায়। চোট পেয়ে ছিটকে গেলেন দলের ক্যাপ্টেন কেএল রাহুল। পাঁচ ম্যাচের টি২০ সিরিজে টিম ইন্ডিয়ার নতুন নেতা হিসেবে ঘোষণা করা হল ঋষভ পন্থের নাম। আইপিএল জয়ী ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

Advertisment

রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই টি২০ সিরিজ চলাকালীন বিশ্রামে। তাই প্রোটিয়াজ সফরে কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করে স্কোয়াড গড়া হয়েছিল।

তবে বৃহস্পতিবার সিরিজ শুরু ঠিক একদিন আগে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, কুঁচকিতে চোটের কারণে বাইরে যেতে হচ্ছে কেএল রাহুলকে। ক্যাপ্টেনের সঙ্গেই চোটের কবলে পড়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত খেলা কুলদীপ যাদব। মঙ্গলবার অনুশীলন চলাকালীন ব্যাট করার সময়ে ডান হাতে চোটের শিকার হন তিনি। দুজনের পরিবর্ত প্লেয়ার হিসাবে অবশ্য অন্য কারোর নাম জানানো হয়নি।

Advertisment

আরও পড়ুন: আন্তর্জাতিক অভিষেকের আগেই উমরানের গতিতে চূর্ণ শোয়েবের রেকর্ড! ১৬৩.৩ কিমিতে ঝড় স্পিডস্টারের

চোট পাওয়ার পরই বোর্ডের মেডিক্যাল টিম অবস্থা খতিয়ে দেখে প্রিমিয়ার ব্যাটারের। তারপরেই মেডিক্যাল টিমের পরামর্শ মেনে পাঁচ ম্যাচ থেকেই বাইরে রাখা হয় তারকাকে। বোর্ডের সূত্রে জানা গিয়েছে, ছিটকে যাওয়া দুই তারকা আপাতত এনসিএ-তে পাড়ি দেবেন। সেখানে এনসিএ-র মেডিক্যাল টিম চোটের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা এবং রিহ্যাবের বিষয়টি চূড়ান্ত করবেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড:
কেএল রাহুল, ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক

BCCI Hardik Pandya Rishabh Pant KL Rahul Indian Cricket Team