Sourav Ganguly, Rishabh Pant, Delhi Capitals: আগামী আইপিএলে ঋষভ পন্থ কি দিল্লির হয়ে খেলবেন? নাকি সিএসকেতেই থাকবেন? স্পষ্ট করলেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। রিকি পন্টিংকে বেশ কয়েক বছর টিমের হেড কোচ রাখার পর এবারই রিলিজ করে দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারপর থেকে জল্পনা চলছিল যে পন্টিংয়ের ঘনিষ্ঠ পন্থ আদৌ আর দিল্লির দলে থাকবেন কি না, তা নিয়ে। এবার সেই জল্পনার সমাপ্তি ঘটিয়ে বিষয়টি স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০২৫ সালের আইপিএল শুরু হতে এখনও অনেকটা দেরি আছে। এবারের আইপিএলে মেগা নিলাম হওয়ার কথা। এই নিলামের পর ভালো মানের খেলোয়াড়দের নেওয়ার জন্য বিভিন্ন দল মুখিয়ে আছে। সেই পরিস্থিতির মুখে দিল্লি ক্যাপিটালসকেও পড়তে হবে। আর এই পরিস্থিতিতেই বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন। তিনি চেন্নাই সুপার কিংস দলে যোগ দিতে পারেন। পন্থ আদৌ, তেমন কিছু করতে চলেছেন কি না, সেটাই স্পষ্ট করেছেন সৌরভ।
দিল্লির মেন্টর যা বলেছেন, সেটা অনুযায়ী, বাঁহাতি ঋষভ আগামী সিজনেও দিল্লির অধিনায়ক থাকছেন। এক সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে সৌরভ বলেছেন, পন্থের দিল্লি ছাড়ার কোনও প্রশ্নই নেই। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থের খেলোয়াড়জীবন নষ্ট হতে বসেছিল। যার জেরে তিনি একবছর মাঠে ফিরতে পারেননি। এবারেরই আইপিএলেই পন্থ ফের ম্যাচের জগতে ফিরেছেন। তারপর টি২০ বিশ্বকাপেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। ২০২১ সালে পন্থকে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক করেছিল। কিন্তু, প্রত্যাবর্তনের টুর্নামেন্টে ২০২৪ আইপিএলে পন্থ দিল্লি ক্যাপিটালসকে প্লে অফ পর্যন্ত নিয়ে যেতে পারেননি।
আরও পড়ুন- চরম অন্যায় হচ্ছে IPL-এর এই নিয়মে! জয় শাহদের প্ল্যানিং শুনেই ক্ষোভে ফুঁসে উঠলেন অশ্বিন
২০২৪ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস লিগের ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জিতেছে। যার জেরে গ্রুপ পর্ব থেকেই দিল্লিকে বিদায় নিতে হয়েছে। ২০১৬ সালের পন্থের আইপিএল কেরিয়ারের সূচনা হয়েছিল। এখনও পর্যন্ত তিনি ১১১ ম্যাচে ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে ৩,২৮৪ রান করেছেন। তার মধ্যে ১টা সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি আছে। আইপিএলে এক ইনিংসে পন্থের সর্বোচ্চ স্কোর ১২৮। উইকেটকিপার হিসেবে আইপিএলে ৭৫টি ক্যাচ ধরেছেন। আর, ২৩টি স্ট্যাম্প আউট করেছেন।