দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ১-০ এগিয়ে বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে খেলতে নামছে ভারত। ধর্মশালায় খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটে গিয়েছে মোহালিতে। সেখানে ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই পর্যুদস্থ হতে হয়েছে প্রোটিয়াজদের। নতুন বলে দীপক চাহারের মোকাবিলা করতে যেখানে ব্যর্থ ডিককরা। পরে বিরাট কোহলি দুর্ধর্ষ ব্যাটিংয়ে রিংয়ের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। বেঙ্গালুরুতে একইভাবে অলরাউন্ড পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ দখল করাই লক্ষ্য় কোহলি অ্যান্ড কোং-কে।
তবে সুখের সময়েও টিম ইন্ডিয়ায় মাথা ব্যথা আপাতত ঋষভ পন্থ। আগের ম্যাচে ব্যাটে রান পাননি ধোনির উত্তরসূরি। মাত্র ৪ রান করে ফর্টুইনয়ের একটি লুজ বল শামসির হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। ধোনির অনুপস্থিতিতে ঋষভকেই আপাতত দেশের একনম্বর উইকেটকিপার-ব্যাটসম্যান ধরা হচ্ছে। তবে সাম্প্রতিককালে পন্থের শট নির্বাচন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এখনও পর্যন্ত ১১টা টেস্ট, ১২টা ওয়ান ডে এবং ১৯টা টি২০ ম্যাচে অংশ নিয়েছেন তিনি। তবে ধারাবাহিকতার অভাব প্রকট ঋষভের পারফরম্যান্সে। আগামী বছরে টি ২০ বিশ্বকাপে তিনিই একমাত্র চয়েস। তবে তাঁর পারফরম্যান্স আতসকাচের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিকল্প হিসেবে সঞ্জু স্যামসন, ইশান কিষানের মতো উঠতি তারকাদেরও তৈরি রাখা হচ্ছে।
বিরাট কোহলির লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে যথাসম্ভব ব্যাটিং গভীরতা পরীক্ষা করে নেওয়ার। ধর্মশালায় প্রথম ম্যাচ খেলতে নামার আগে কোহলি জানিয়েছিসেন, "বিশ্বের অনেক দলেই ৯, ১০ নম্বরের ব্যাটসম্যানরাও রান তুলতে পারেন। তাহলে আমরা কেন পারব না! সিরিজে আমাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের পরীক্ষা হবে।"
প্রথমসারির বোলারদের বাইরে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে নেমেছেন কোহলিরা। দীপক চাহার, নভদীপ সাইনিদের মতো উঠতি তারকারা ভরসা জোগাচ্ছেন ক্য়াপ্টেন কোহলিকে। দীপক চাহার যেমন নতুন বলে নজর কেড়েছেন মোহালিতে। তবে নভদীপ সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। ৪ ওভারের কোটায় ৩৪ রান খরচ করেছিলেন তিনি। তবে ক্যারিবিয়ান সফরে নভদীপের পারফরম্যান্সের কথা মাথায় রেখে তৃতীয় ম্যাচেও প্রথম একাদশে রাখা হবে তাঁকে। এই দুই বোলারদের পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং ক্রুনাল পাণ্ডিয়াদের পারফরম্য়ান্সও যথাযথ।
ইন্ডিয়া স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনি
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: কুইন্টন ডিকক, ভ্যান ডার দুসেন, তেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বোহর্ন ফরটুইন, বিউরন হেনড্রিক্স, রেজা হেনড্রিক্স, ডেভিড মিলার, আনরিখ নর্ৎজে, আন্দিল ফেলুকাওয়ো, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, জর্জে লিন্ডে
Read the full article in ENGLISH