বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসকে ন উইকেটে হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। কেন উইলিয়ামসনদের প্লে-অফ নিশ্চিত করা জয়ও ঢেকে গিয়েছে একজনের পারফরম্যান্সে। তিনি ঋষভ পন্থ। দিল্লির জার্সিতে কী খেলাটাই না খেললেন রুরকির বছর কুড়ির ব্যাটসম্যান।অনবদ্য সেঞ্চুরি করলেন তিনি।
ঋষভের ৬৩ বলে ঝোড়ো ১২৮ রানের ইনিংসে ( ১৫ টি চার ও সাতটি ছয়) ভর করে দিল্লি ডেয়ারডেভিলস প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ তোলে। জবাবে সাত বল বাকি থাকতেই ন উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।সানদের ওপেনার আলেক্স হেলস ১০ বলে ১৪ করে ফিরে যাওয়ার পর শিখর ধাওয়ান ( ৫০ বলে ৯২) ও কেন উইলিয়ামসন (৫৩ বলে ৮২) অনায়াসে ম্যাচ বার করে আনেন। এই ম্যাচের পর প্লে-অফে পৌঁছে গেল হায়দরাবাদ। দিল্লির এবারের মতো আইপিএল অভিযান শেষ। এটা বলাই যায়। কিন্তু ঋষভ থেকে বেরোতে পারেননি নেটিজেনরা। ট্যুইটার মাতল তাঁর ভূয়সী প্রশংসায়।
ট্যুইটারে যে সব প্রতিক্রিয়া এসেছে তাতে দুটি বিষয় দেখা যাচ্ছে। এক) সানরাইজার্সের ধারাবাহিক পারফরম্য়ান্স ও দুই) ঋষভের প্রশংসা। পন্থ ও আয়ারকে কেউ বললেন নতুন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কেউ বলছেন সানরাইজার্স এমন একটা দল যারা ব্যাট ও বল দুটোই ভাল করে। কেউ আবার বিসিসিআই-কে দুষেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলে ঋষভের বদলে মণীশ পাণ্ডেকে রাখার জন্য।