/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/dp.jpg)
ধোনিও কেরিয়ারের শুরুতে স্টাম্পিং আর ক্যাচ মিস করেছে, বললেন পন্থের ছোটবেলার কোচ (ছবি-টুইটার)
গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ান-ডে ম্যাচে ৩৫৮ রান করেও হারতে হয়েছে ভারতকে। রীতিমতো বড় স্কোর ডিফেন্ড না-করার জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে বিরাট কোহলিদের। হতশ্রী ফিল্ডিং, ক্যাচ হাতছাড়া এমনকি জঘন্ন বোলিংও এর জন্য দায়ী। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে ঋষভ পন্থের উইকেটকিপিং।
মোহালিতে আসামীর কাঠগড়ায় তোলা হয়েছে মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে। সেদিন উইকেটের পিছনে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন পন্থ। আর এরপর থেকেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর তুলনা করতে শুরু করেছেন অনকেই। এমনকি সোশ্যাল মিডিয়ায় পন্থের তুলোধনা করা হয়েছে। পন্থ রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছিলেন শিখর ধাওয়ানও। টিম ইন্ডিয়ার ওপেনার বলেছিলেন যে, পন্থের নেহাতই তরুণ ক্রিকেটার। ধোনির সঙ্গে তাঁর তুলনা করার কোনও মানেই হয় না, কারণ ধোনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। সুতরাং পন্থেরও সময় লাগবে বলেই জানান ধাওয়ান। পন্থ এবার পাশে পেলেন তাঁর শৈশবের কোচ তারক সিনহাকে।
আরও পড়ুন: ধোনিকে নকল করে চূড়ান্ত ব্যর্থ পন্থ, বিশ্বকাপে কার্তিককে রাখার দাবি ফ্যানেদের
ধোনির খেলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম তিন ম্যাচেই বেঞ্চে বসতে হয়েছিল পন্থকে। মাহির পরিবর্তে মোহালিতেই সুযোগ পান তিনি। পন্থ ক্যাচ হাতছাড়া করেছেন, দু’টো স্টাম্প মিস করেছেন। ধোনির মতো নো-লুক (না-দেখেই, দু’পায়ের মাঝখান দিয়ে বল গলিয়ে অব্যর্থ থ্রোয়ে উইকেট ছিটকে দেওয়া) স্টাম্পিং করতে গিয়েও চূড়ান্ত ব্য়র্থ হন তিনি। পন্থ ব্য়র্থ হতেই গ্যালারিতে উঠছিল 'ধোনি...ধোনি' রব।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে তারকবাবু বললেন, "ধোনি আর পন্থের মধ্যে পার্থক্য রয়েছে। পন্থ যে প্রত্যাশার চাপটা নিয়ে খেলছে সেটা ১৪ বছর আগে ধোনির ছিল না। ধোনি কিন্তু কোনও কিংবদন্তি কিপারের পরিবর্তে আসেনি দলে। তখন দীনেশ কার্তিক আর পার্থিব প্যাটেলের মতো উইকেটকিপার ছিল, যাঁরা ধোনির থেকে বয়সে ছোট। ধোনি কিন্তু একদম ফ্রি হয়েই ক্রিকেট খেলতে পেরেছিল। কিন্তু পন্থ সেটা পারছে না।" পন্থের কোচের আরও সংযোজন, "পৃথবীর কোন উইকেটকিপার ক্যাচ বা স্টামিং মিস করেনি? এমনকি ধোনিও স্টাম্পিং আর ক্যাচ হাতছাড়া করেছে ওর কেরিয়ারের শুরুতে। কিন্তু এটা ভাল ব্য়াপার যে, নির্বাচকরা ওকে বসিয়ে দেয়নি একটা মরসুম দেখার পরেই। সময়ের সঙ্গে আরও পরিণত হবে। এই খেলার অন্যতম সেরা হয়ে উঠবে।"
Read the full story in English