Advertisment

দেখুন: পন্থের ভুলের খেসারত দিল ভারত, হাসি মুখেই ব্য়াপারটা সামলালেন রোহিত

রবিবার ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্য়াচের কথা সম্ভবত মনে রাখতে চাইবেন না ঋষভ পন্থ। ভারতের তরুণ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান ধারাবাহিক ভাবে ভুল করেই গিয়েছেন। আর তার খেসারত দিতে ভারতকে ম্য়াচটাই হাতছাড়া করতে হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishabh Pant's DRS Gaffe Gets Comical Reaction From Rohit Sharma

পন্থের ভুলের খেসারত দিল ভারত, হাসি মুখেই ব্য়াপারটা সামলালেন রোহিত

রবিবার ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্য়াচের কথা সম্ভবত মনে রাখতে চাইবেন না ঋষভ পন্থ। ভারতের তরুণ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান ধারাবাহিক ভাবে ভুল করেই গিয়েছেন। আর তার খেসারত দিতে ভারতকে ম্য়াচটাই হাতছাড়া করতে হয়েছে।

Advertisment

ব্য়াটিং করার সময় তিনি সেট হয়ে যাওয়া শিখর ধাওয়ানকে রান আউট করিয়ে দিয়েছিলেন। এরপর কিপিং করতে নেমে রিভিউ নেওয়ার ক্ষেত্রে একের পর এক তাঁর অপারদর্শীতা ধরা পড়েছে।

আরও পড়ুন-রাখে হরি মারে কে! পন্থ-রোহিতের রিভিউ ব্য়র্থতায় চারবার প্রাণ পেলেন মুশফিকুর

রবিবার মুশফিকুর রহিমের ব্য়াটে (৪৩ বলে অপরাজিত ৬০) ভর করেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সাত উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। মুশফিকুরই হয়েছেন ম্য়াচের সেরা।ঘটনাচক্রে এই ম্য়াচে মুশফিকুর চারবার প্রাণ পেয়েছেন। এর মধ্য়ে তিনবারই ডিআরএস নেয়নি ভারত। বলা ভাল পন্থ বুঝতেই পারেননি।

যুজবেন্দ্র চাহালকে ১০ নম্বর ওভারে বল করতে পাঠিয়েছিলেন রোহিত। চাহালের বল রহিমের প্য়াডে লাগার সঙ্গে সঙ্গেই রোহিত-চাহাল এবং পন্থ নিজেদের মধ্য়ে আলোচনা করে রিভিউ না-নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁরা মনে করেছিলেন বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। কিন্তু রিপ্লে দেখিয়ে দেয় যে এবারও আউট ছিলেন রহিম।

আরও পড়ুন-সোশাল মিডিয়ায় তুলোধোনা পন্থের, উঠল ধোনিকে ফেরানোর জোরাল দাবি

এই ওভারেই পন্থ আবারও ভুল করেন। তিনি রোহিতকে বলেন সৌম্য় সরকারের রিভিউ নেওয়ার জন্য়। পন্থ ভেবেছিলেন সৌম্য় বলে খোঁচাই দিয়েছিলেন। পুরো বিষয়টায় রোহিত বিরক্ত হন ঠিকই, কিন্তু হাসি মুখেই বিষয়টা মেনে নেন। পন্থের জন্য়ই ম্য়াচের ওরকম সময় ভারত রিভিউ নষ্ট করে।

Rohit Sharma Rishabh Pant
Advertisment