Advertisment

খোলামনে খেলতে দেন পন্টিং, কোচকে নিয়ে উছ্বসিত পন্থ

নিউজিল্যান্ডে দুটো টেস্টেই ঋদ্ধিমান সাহাকে বাইরে রেখে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল পন্থকে। টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে বলেন পন্থ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় দলের হয়ে ঋষভ পন্থের কেরিয়ার প্রশ্নের মুখে পড়েছে। যদিও আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম সম্পদ তিনি।।সেইজন্য তরুণ তারকা সরাসরি কোচ রিকি পন্টিংকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

Advertisment

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ইনস্টাগ্রাম চ্যাটে ঋষভ জানিয়ে দিলেন, "উনি আমাকে পূর্ণ স্বাধীনতা দেন। উনি আমাকে সবসময় বলেন যা খুশি করো।"

২০১৮ সালের আইপিএল তার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। এমনটাই জানিয়েছেন পন্থ। ১৪ ম্যাচে ৬৫০ রান করেছিলেন পন্থ। ১৫৮.৪১ স্ট্রাইক রেটে ম্যাচ পিছু গড় ৫২.৬১।

দিল্লির তারকা জানাচ্ছিলেন, "আমার কেরিয়ার ঘুরিয়ে দেওয়া মরশুম ছিল সেটা। প্রত্যেকেই যে ব্রেকথ্রু পায়, সেটা আমি সেবারেই পেয়েছিলাম। দলের সবাই আইপিএল জেতার কথা চিন্তা করে। সেবারে নকআউট পর্বে আমরা পৌঁছেছিলাম। তৃতীয় হয়ে মরশুম শেষ করি আমরা।"

নিউজিল্যান্ডে দুটো টেস্টেই ঋদ্ধিমান সাহাকে বাইরে রেখে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল পন্থকে। টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে তারকা জানান, "টেস্ট ক্রিকেট খেলতে বেশ পছন্দ করি। এখানে নিজেকে মেলে ধরার সুযোগ পাওয়া যায়। নিজেকে পরীক্ষা করারও বড় মঞ্চ টেস্ট ক্রিকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে চার দিনের টেস্ট খেলার সময় বলা হয় এটা আসল ক্রিকেট। তবে পাঁচ দিনের ম্যাচের সময় বুঝি আরো অতিরিক্ত এফর্ট দিতে হবে।"

জাতীয় দলে শুরু থেকেই এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের মত সিনিয়ররা সাহায্য করেছেন। এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের তারকা। ধোনি নয়, পন্থের আদর্শ গিলক্রিস্ট। পন্থ বলেছেন, "ক্রিকেটে খেলতে এসে বুঝেছি তোমার আইডলের কাছ থেকে শেখ। কিন্তু তাঁকে অনুকরণ কোরো না। ক্রিকেটে নিজস্ব পরিচয় থাকা প্রয়োজন।"

Rishabh Pant IPL
Advertisment