Advertisment

মেসিই সেরা, রোনাল্ডোকে GOAT বলেও রিয়াধ-সতীর্থ মত বদলালেন মাত্র ২০ মিনিটেই

ম্যাচের পরেই ধুন্ধুমার বাঁধালেন রোনাল্ডোর সৌদি সতীর্থ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপ জয়ের পর রোনাল্ডোর সঙ্গে দ্বৈরথে অনেকটাই এগিয়ে গিয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। তবে বৃহস্পতিবারের রাতের পর মেসি বনাম রোনাল্ডোর ব্যক্তিগত স্কোরলাইন ফের আলোচনায় উঠে এসেছে। জোড়া পেনাল্টি সমেত মেসির হ্যাটট্রিক করার সুযোগ ছিল। তবে তাঁর নামের পাশে মাত্র একগোল। অন্যদিকে, জোড়া গোলে সৌদির মাটিতে স্বপ্নের অভিষেক ঘটিয়েছেন সিআরসেভেন। মেসি বনাম রোনাল্ডো যুদ্ধের সম্ভাব্য শেষ ম্যাচের সেরাও হয়েছেন পর্তুগিজ তারকা।

Advertisment

তবে রিয়াধে অলৌকিক ম্যাচের পরেই সৌদির একাদশের জার্সিতে খেলা সাউদ আব্দুল্লা সালেম বলে দিচ্ছেন মেসিই সর্বসেরা। ঘটনা হল, ম্যাচ শেষের বাঁশি বাজার পরেই সালেম জানিয়েছিলেন রোনাল্ডোই GOAT। তবে নিজের মত বদলাতে সময় নিলেন মাত্র ২০ মিনিট। কিছুক্ষণ পরেই ভোল বদলে তিনি জানিয়ে দেন রোনাল্ডো নয়, মেসিই সেরা।

publive-image

publive-image

মেসি বনাম রোনাল্ডো দেশ ও জাতীয় দলের হয়ে মাঠে মুখোমুখি হয়েছেন মোট ৩৭ বার। সম্ভবত শেষ সেই দ্বৈরথের সাক্ষী থেকেছে রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়াম। যেখানে রোনাল্ডো মোট গোলের বিচারে মেসিকে টেক্কা দিলেও শেষমেশ পিএসজি জিতে যায় ৫-৪ গোলে।

সৌদি একাদশ বাছাই করা হয়েছিল প্রো লিগের দুই ক্লাব আল হিলাল এবং আল নাসেরের ফুটবলারদের নিয়ে। সালেম খেলেন আল হিলালের হয়ে। রিয়াধের জার্সিতে তিনি রোনাল্ডোর সতীর্থ হিসাবে খেললেও সৌদি প্রো লিগে খেলবেন প্রতিপক্ষ হিসাবে।

রোনাল্ডো আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগে অভিষেক ঘটাবেন আল ইত্তিহাদের বিপক্ষে। তার আগেই সাড়া জাগানো কাণ্ড করে ফেললেন সৌদি আরবের জাতীয় দলের তারকা সালেম। প্ৰথমে রোনাল্ডোকে সেরা বললেও, ২০ মিনিট পরেই মত বদলে মেসিকে সর্বসেরার সিংহাসন দিয়ে দেন।

Cristiano Ronaldo Lionel Messi Cristinao Ronaldo saudi arabia leo messi Saudi Arab
Advertisment