২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শেষপর্যন্ত প্রথম ম্য়াচে জয়লাভ করেছে। গুয়াহাটিতে আয়োজিত একটি রোমাঞ্চকর ম্য়াচে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয়। সঞ্জু স্য়ামসনের হালকা চোট থাকার কারণে এই ম্য়াচে তিনি রাজস্থানকে নেতৃত্ব দিতে পারেননি। তাঁর পরিবর্তে রয়্যালসবাহিনীকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ (Riyan Parag)। রাজস্থানের জয়ের কারণে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রিয়ানও।
তবে এই ম্যাচের শেষে রিয়ান পরাগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি দেখার পর ক্রিকেট সমর্থকরা রীতিমতো রেগে গিয়েছেন। মাঠকর্মীদের সঙ্গে রিয়ান এমন আচরণ করলেন যা কার্যত মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নেমে চোট পেয়েছিলেন। আশা করা হচ্ছে, পরের ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি দলের নেতৃত্ব তুলে নেবেন।
রিয়ান পরাগের ভিডিও ভাইরাল
২০২৩ সাল থেকেই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামকে দ্বিতীয় হোমগ্রাউন্ড করেছে রাজস্থান রয়্যালস। প্রথম হোমগ্রাউন্ড হল সাওয়াই মানসিংহ স্টেডিয়াম। চলতি মরশুমের প্রথম ২ ম্য়াচে অসমের রিয়ান পরাগকে এই দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু, গুয়াহাটিতে আয়োজিত প্রথম ম্য়াচে কলকাতার কাছে হেরে যায় রাজস্থান। যদিও দ্বিতীয় ম্য়াচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তারা দুর্দান্ত কামব্য়াক করে।
২০২৫ সালে গুয়াহাটি স্টেডিয়ামে এটাই রাজস্থানের শেষ ম্য়াচ ছিল। ম্য়াচের শেষে মাঠকর্মীরা রিয়ান পরাগের সঙ্গে সেলফি তুলতে আসেন। পরাগ খানিকটা ব্যাজার মুখেই তাঁদের সঙ্গে ছবি তোলেন। কিন্তু, ছবি তোলা হতে না হতেই মোবাইল ফোনটা মাঠ কর্মীদের দিকে অবহেলায় ছুঁড়ে দেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরাগের এমন আচরণ নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। সমর্থকরা ক্লাস নিতে শুরু করেছেন রিয়ানের।
কেন ক্যাপ্টেন্সি করছেন রিয়ান পরাগ?
গত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। সেইসময় তাঁর আঙুলে চোট লাগে। এখনও পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। আর তাই প্রথম তিনটে ম্য়াচে স্যামসন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিলেন। ইতিমধ্যে উইকেটকিপার হিসেবে দায়িত্ব সামলান ধ্রুব জুরেল। আর অন্তর্বর্তীকালীন অধিনায়ক হয়েছিলেন পরাগ।
আশা করা হচ্ছে, আগামী ৫ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে স্যামসন আবারও ক্যাপ্টেন্সি গ্রহণ করবেন। তবে তার আগে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্স থেকে অনুমতি গ্রহণ করতে হবে।