/indian-express-bangla/media/media_files/2025/03/30/ur7sU0lICo4ztOG8Si2p.jpg)
দুর্দান্ত ক্যাচ নিলেন রিয়ান পরাগ, দেখুন ভিডিও
ইতিমধ্যে জমে উঠেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্য়াচ। ১৮৩ রান তাড়া করতে নেমে ইতিমধ্যে বেকায়দায় পড়ে গিয়েছে চেন্নাই ব্রিগেড। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তারা ১১১ রান করেছে। তবে এই ম্য়াচে রিয়ান পরাগের একটি ক্যাচ ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কী হয়েছিল ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
নবম ওভারে বল করতে এসেছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। উল্টোদিকে ব্যাট করছিলেন শিবম দুবে (Shivam Dube)। রাজস্থান স্পিনারদের বিরুদ্ধে শিবম বেশ ভালোই ব্যাট করছিলেন। হাঁকাচ্ছিলেন একের পর এক ছক্কা। কিন্তু, এই ওভারের তৃতীয় বলে হল আচমকা ছন্দপতন। অফস্টাম্পের ঠিক বাইরে বলটা রেখেছিলেন হাসারঙ্গা। বলটা ইনসাইড-আউট খেলতে যান শিবম। কিন্তু, শটটা তিনি মাটিতে নামাতে পারেননি।
দেখুন ভিডিও:
OH, STOP IT, RIYAN PARAG! THAT. IS. SENSATIONAL!
— SportsCafe (@IndiaSportscafe) March 30, 2025
A catch that defies logic, physics—maybe even fate itself!
Dube hammered it, but Parag, like a man on a mission, FLEW to his right, stuck out a desperate hand, and pulled off an absolute screamer!pic.twitter.com/NYIfhJCNdG
যদিও বলটা মাটি থেকে সামান্যই উপর দিয়ে বেশ ফুরফুরে মেজাজে উড়ে যাচ্ছিল। বলের গায়ে লেখা ছিল নিশ্চিত বাউন্ডারির ঠিকানা। ঠিক এমন সময় ডানদিকে ঝাঁপ দিলেন রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক রিয়ান পরাগ। তাঁর বাড়ানো হাতে বলটা কার্যত জমে যায়। সঙ্গে সঙ্গে তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।
যদিও এই আউট নিয়ে কিছুটা হলেও দ্বিধাগ্রস্থ ছিলেন অনফিল্ড আম্পায়ার। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। কিন্তু, সিদ্ধান্ত অপরিবর্তিতই থাকে। কারণ ক্যাচ নেওয়ার সময় রিয়ানের আঙুলটা বলের নীচে ছিল। সেইসঙ্গে ১০ বলে ১৮ রান করে শিবমকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছেন, আইপিএল (IPL) টুর্নামেন্ট ইতিহাসে এটা অন্যতম সেরা ক্যাচের তালিকায় জায়গা করে নেবে।