Rob Key on Ben Stokes: বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন। এমনটাই জানিয়ে দিলেন রব কি। ভাসিয়ে দিলেন চরম প্রশংসায়। ইংল্যান্ড ক্রিকেট দলের পরিচালক রব কি সম্প্রতি টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বের অত্যন্ত উচ্চ প্রশংসা করেছেন। তিনি মন্তব্য করেন, "বেন স্টোকস আমার ক্যারিয়ারে দেখা সেরা অধিনায়কদের একজন। তাঁর কাছ থেকে শেখার জন্য অনেক কিছু আছে, তাই তাঁকে অনুসরণ না করা বোকামি হবে।"
স্টোকস ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কি উল্লেখ করেছেন, "স্টোকস শুধু নিজের পারফরম্যান্সেই নয়, দলের মানসিকতা ও সংস্কৃতি বদলে দিয়েছেন। তাঁর সাহসী সিদ্ধান্ত, অ্যাটাকিং মাইন্ডসেট এবং খেলোয়াড়দের প্রতি আস্থা দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।"
কি আরও যোগ করেন, "ব্যাট-বলে তাঁর অবদান অবিশ্বাস্য, কিন্তু অধিনায়ক হিসেবে তিনি অন্যদেরও অনুপ্রাণিত করেন। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে একটি রোমাঞ্চকর স্টাইল প্রতিষ্ঠা করেছে, যা দর্শকদের আকর্ষণ করছে।"
স্টোকসের অধিনায়কত্বে ইংল্যান্ড টেস্ট সিরিজে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে সফলতা পেয়েছে। কি বলেন, "তিনি চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন। ক্রিকেটে এমন নেতা বিরল।" এই মন্তব্যের প্রেক্ষিতে স্টোকসের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ২০২৫ সালের অ্যাশেজ সিরিজে তাঁর ভূমিকা নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা চলছে।
ইংল্যান্ড জস বাটলারের নেতৃত্বে সীমিত ওভারের ফরম্যাটে হারের নজির গড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়েছে পাকিস্তানের মাটিতে। এমন অবস্থায় বাটলার নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। স্টোকস ইংরেজদের হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারেন কিনা, সেটাই দেখার।