Advertisment

ফাউলারকে উড়িয়ে দিয়েছে হাবাসের স্ট্র্যাটেজি, বলে দিলেন সুভাষ ভৌমিক

চলতি মরশুমে গতবারের মতই শুরু করেছে এটিকে মেরিনার্সদের ডিফেন্স। ১৮০ মিনিট খেলার পরেও ক্লিনশিট রাখতে পেরেছে হাবাস ব্রিগেড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাবাস উড়িয়েই দিয়েছে ফাউলারকে। ডার্বির ম্যাচ দেখে এমনটাই জানিয়ে দিলেন কলকাতা ময়দানের পোড়খাওয়া কোচ সুভাষ ভৌমিক। আইএসএলের প্রথম ডার্বিতে ঐতিহাসিক জয় পেয়েছে এটিকে মোহনবাগান। টানা দু ম্যাচ জিতে হাবাসের দল এখন তুখোড় ফর্মে। আইএসএল ডার্বির প্রথম গোল রয় কৃষ্ণের।

Advertisment

জোড়া গোল এটিকেএমবি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়ার পর সুভাষ ভৌমিক গোল.কম-কে জানিয়ে দিয়েছেন, "এই ফলাফল প্রত্যাশিত। প্রতিপক্ষ অচেনা হওয়ায় ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ভাবে ম্যাচ শুরু করবে। সেটাই হল। তবে হাবাস টেকনিক্যালি, ডিডেন্সিভলি ভীষন শৃঙ্খলাপরায়ন কোচ। ইস্টবেঙ্গল প্রথম ২০ মিনিটই যা খেলল। তারপরে কোনো প্রভাবই ফেলতে পারল না।"

আরো পড়ুন: EXCLUSIVE: মরিনহোর মতোই ধুরন্ধর হাবাস, এটিকেএমবি প্লে অফে! বলছেন এলকো

এর পরে তাঁর আরো সংযোজন, "হাবাস প্রথমার্ধে প্রতিপক্ষকে বুঝতে সময় নিল। তারপর দ্বিতীয়ার্ধে ওদের পিষে মারল। দ্বিতীয় গোলটা তো ইস্টবেঙ্গল জঘন্যভাবে হজম করল। প্রতি আক্রমণের দারুণ দৃষ্টান্ত তুলে ধরল এটিকেএমবি। তবে নারায়ণ দাস কিংবা অন্য কোনো সেন্ট্রাল ডিফেন্ডার গোল বাঁচাতে এগিয়েই এলো না। দ্বিতীয়ার্ধে হাবাসের ট্যাকটিক্স এর কাছে দাঁড়াতেই পারল না ফাউলার।"

চলতি মরশুমে গতবারের মতই শুরু করেছে এটিকে মেরিনার্সদের ডিফেন্স। ১৮০ মিনিট খেলার পরেও ক্লিনশিট রাখতে পেরেছে হাবাস ব্রিগেড। ময়দানে বহু ডার্বি ম্যাচে অংশ থাকা সুভাষ ভৌমিক বলেছেন, "রক্ষণাত্মকভাবে হাবাস দারুণ কোচ। ওদের ডিফেন্স টপকে গোল করে দারুণ কঠিন কাজ হতে চলেছে। ওরা আরো অনেক মিনিট গোল হজম না করে খেলবে।"

সুভাষ ভৌমিক মুগ্ধ এটিকে মেরিনার্সদের স্ট্রাইকার রয় কৃষ্ণেও। প্রথম দুই ম্যাচেই জোড়া গোল করে ফেলেছেন ফিজিয়ান তারকা। সুভাষ ভৌমিক বলেছেন, "রয় কৃষ্ণ একদম দারুণ গোল সন্ধানী স্ট্রাইকার। বক্সে সামান্যতম সুযোগ পেলেও গোল করে দেয়। এটাই গোলশিকারীদের বৈশিষ্ট্য। রবি ফাউলার নিজেও এরকম স্ট্রাইকার ছিলেন। তিনি নিশ্চয় ভাল বুঝবেন।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mohun Bagan ATK East Bangal
Advertisment