/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/sl-LEAD-1.jpg)
সর্বকালের সেরা পাঁচে লেওয়ানডস্কি, রোনাল্ডো-মেসির এলিট ক্লাবে নিলেন সদস্য়পদ (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির এলিট ক্লাবে এলেন রবার্ট লেওয়ানডস্কি। মঙ্গলবার এথেন্সে রুদ্ধশ্বাস ম্য়াচে বায়ার্ন ৩-২ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে হারিয়েছে। এই ম্য়াচে জোড়া গোল করে চ্য়াম্পিয়ন্স লিগের ইতিহাসে এসেছেন জার্মান ক্লাবের গোলমেশিন।
চ্য়াম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় এখন পাঁচে এলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্টার। রুড ফান নিস্তেলরয়কে (৫৬টি গোল) টপকে লেওয়ানডস্কি এখন পাঁচে। তাঁর ঝুলিতে এসেছে ৫৮টি গোল। এই তালিকায় প্রথম চারে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২৭টি গোল), লিওনেল মেসি (১১২টি গোল), রাউল গঞ্জালেজ (৭১টি গোল) ও করিম বেঞ্জিমা (৬০টি গোল)।
ℹ️ All-time top scorers in #UCL history:
1⃣2⃣7⃣ Cristiano Ronaldo
1⃣1⃣2⃣ Lionel Messi
7⃣1⃣ Raúl González
6⃣0⃣ Karim Benzema
5⃣8⃣ Robert Lewandowski
5⃣6⃣ Ruud van Nistelrooy @lewy_official now clear in 5th place after double takes him above @RvN1776 ???? pic.twitter.com/MLboduqNYb— UEFA Champions League (@ChampionsLeague) October 22, 2019
আরও পড়ুন: UCL Roundup: অবশেষে রিয়ালের জয়, ‘ফাইভ স্টার’ টটেনহ্য়াম-প্য়ারিস-ম্য়ান সিটি
লেওয়ানডস্কির ৫৮টি গোল এসেছে ৮৩টি ম্য়াচ। ২০১১-১২ থেকে ২০১৩-১৪ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলে করেছেন ৪১টি গোল। বায়ার্নে তিনি যোগ দেন ২০১৪-১৫ মরসুমে। এখনও পর্যন্ত জার্মান ক্লাবের হয়ে ৪১টি গোল করা হয়ে গেল তাঁর।
চলতি মরসুমে লেওয়ানডস্কি আগুনে ফর্মে আছেন। ক্লাব ও দেশ মিলিয়ে ১৭ ম্য়াচে করেছেন ২১টি গোল। পোল্যান্ডের হয়ে হ্য়াটট্রিকের স্বাদও পেয়েছেন ক্যাপ্টেন। সবচেয়ে উল্লেখযোগ্য় বিষয় ২০১৯ সালে লেওয়ানডস্কির মতো আর কোনও ফুটবলার নিজের ক্লাবের হয়ে এত বেশি গোল করেননি। ৩৬ ম্য়াচে ৩৬ গোল করা হয়ে গিয়েছে তাঁর। এরপরেই মেসি (৩২), কিলিয়ান এমবাপে (২৯), সের্ডিও আগুয়েরো (২৯) ও রহিম স্টার্লিং(২৭টি)।
আরও পড়ুন: ব্য়ালন ডি’অরের বাছাই তালিকায় ৩০ জনের মধ্য়ে লিভারপুলেরই ৭
চলতি বছর ব্য়ালন ডি'অরের জন্য যে ৩০ জন ফুটবলার মনোনীত হয়েছেন তাঁদের মধ্য়ে রয়েছেন লেওয়ানডস্কি। আগামী ৪ ডিসেম্বর জানা যাবে কে পাবেন ব্য়ালন ডি'অর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us