New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/roberto_carlos_2.jpg)
রবার্তো কার্লোস আজও জানেন না কী ভাবে গোল হল
২১ বছর কাটলো, আজও জানা হল না রবার্তো কার্লোসের। ১৯৯৭ সাল। একটা ফ্রেন্ডলি টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল ও ফ্রান্স। ৩৫ গজ দূর থেকে ফ্রি কিক নিয়েছিলেন রবার্তো কার্লোস। তার পর কোথা থেকে যে কী হল। ফিজিক্সের নিয়মও অগ্রাহ্য করল বল। বাঁক নিয়ে গোলপোস্টকে আলতো ছুঁয়ে জালের গায়ে তার জড়িয়ে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন মাঠের সবাই। মায় গোলকিপারও।
Advertisment
কী করে এমন গোল করেছিলেন? জানেন না তিনি নিজেও। ২১ বছর পরে রবার্তো কার্লোস বলছেন, তিনি শট নিয়েছিলেন, আর ব্য়াপারটা ঘটে গিয়েছিল। কী ঘটেছিল? দেখে নিন ভিডিওতে
রবার্টো কার্লোসের অবিশ্বাস্য ফ্রি কিক#FifaWorldCup2018pic.twitter.com/Bb8x36E6C4
— IE Bangla (@ieBangla) June 11, 2018
Advertisment