Advertisment

Robin Uthappa on Greg Chappell: ভারতের ড্রেসিংরুমের তথ্য লিক করতেন এই বিদেশি! বিস্ফোরক বয়ান উথাপ্পার

Robin Uthappa on 2007 ODI World Cup debacle: গ্রেগ চ্যাপেল ইস্যুতে এবার মুখ খুললেন এবার রবিন উথাপ্পা। কাঠগড়ায় তুললেন বিদেশি সংস্কৃতি চাপানোর ওপর।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Robin Uthappa named team india captain

Robin Uthappa: ভারতীয় দল নিয়ে বিস্ফোরক বক্তব্য রবিন উথাপ্পার (টুইটার)

Robin Uthappa on 2007 ODI World Cup debacle and Greg Chappell: ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল গ্রুপ পর্বে বাদ পড়ার সময় ড্রেসিং রুমের পরিবেশ এবং গ্রেগ চ্যাপেলের অধীনে দলের অভ্যন্তরীণ সমস্যাগুলি নিয়ে রবিন উথাপ্পা এবার সরাসরি অভিজ্ঞতা ব্যক্ত করলেন।

Advertisment

উথাপ্পা লালানটাপ-কে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন, “সেই দলের পরিবেশ খুব খারাপ ছিল। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ১৫-২০ জন খেলোয়াড়, যারা বিভিন্ন রাজ্য, সংস্কৃতি ও পরিবার থেকে এসেছে, তারা সবাই একসঙ্গে একটি লক্ষ্য নিয়ে খেলে—ভারতের হয়ে খেলা। এর মধ্যে একটি জাদু রয়েছে। যখন এই সংযোগ ঠিকমতো হয়, ক্রিকেট খেলার অনুভূতিটাই অন্যরকম হয়ে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, “২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা একে অপরের সাফল্য উদযাপন করতাম। আমরা একটি ইউনিটের মতো খেলেছি। আমি আউট হলেও চাইতাম পরবর্তী ব্যাটসম্যান রান করুক। ম্যাচ জিতিয়ে আনুক। কে রান করছে বা উইকেট নিচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ ছিল না।”

উথাপ্পা ব্যাখ্যা করেন কিভাবে গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতি ভারতীয় ড্রেসিং রুমে চাপিয়ে দিতে চেয়েছিলেন এবং সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে এর বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন।

Advertisment

“একজন নবাগত হিসেবে গ্রেগ চ্যাপেল আমার জন্য খুবই ভালো ছিলেন। আমি তখন দলে নতুন। তিনি তরুণ খেলোয়াড়দের সমর্থন করতেন। ২০ বছর বয়সে, ভারতের হয়ে খেলা এবং জয়ী হওয়ার স্বপ্ন ছিল। যখন দেশের হয়ে খেলার সুযোগ পাই, মনে হয়, এটাই যথেষ্ট। আমি দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত ছিলাম।”

উথাপ্পা আরও বলেন, “গ্রেগ চ্যাপেল একটি এজেন্ডা চালাচ্ছিলেন। তিনি অস্ট্রেলিয়ান দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছিলেন। তিনি বলতেন, ‘আমাদের ওখানে (অস্ট্রেলিয়ায়) এভাবেই কাজ হয়।’ আমি মনে করি না উনি কখনই ভারতীয় সংস্কৃতিকে সম্মান করতেন। উনি এসেই অস্ট্রেলিয়ান সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।”

ফিটনেসের ওপর জোর দেওয়া নিয়েও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে চ্যাপেলের সংঘাত হয়েছিল। উথাপ্পা জানান, “তখন ফিটনেস ভারতীয় ক্রিকেটে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। ট্রেনিং গুরুত্বপূর্ণ ছিল না। আমাদের ফিল্ডিং ভালো ছিল না। কিন্তু আমাদের ব্যক্তিগত দক্ষতা ছিল অসাধারণ।”

“ফিটনেস সংস্কৃতি মূলত কর্ণাটকের খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ ছিল। অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, জাভাগল শ্রীনাথ—তারা এগুলো নিয়ে সচেতন ছিল। শ্রীনাথ দক্ষিণ আফ্রিকায় কাঁধের অস্ত্রোপচারের পর রিহ্যাব করেছিলেন এবং সেখান থেকে অনেক কিছু শিখেছিলেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন।”

উথাপ্পা উল্লেখ করেন, চ্যাপেলের সময় শক্তি প্রশিক্ষণ শুরু হয়। “অস্ট্রেলিয়ায় এগুলো আগে থেকেই প্রচলিত ছিল। গ্রেগ চ্যাপেল দেখেছিলেন এটি ভারতে অনুপস্থিত। ফিটনেস জীবনের অংশ ছিল না। তিনি পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন।”

তবে তিনি সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে বাধার সম্মুখীন হন। “দাদা (সৌরভ গাঙ্গুলি), পাজি (সচিন তেন্ডুলকর), লক্ষ্মণ ভাই (ভিভিএস লক্ষ্মণ), বীরু (বীরেন্দ্র সেহওয়াগ), এবং জাহির ভাই (জাহির খান)—এরা সবাই অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন। তারা অভ্যস্ত ছিলেন না যে কেউ এসে তাদের ওপর কিছু চাপিয়ে দিচ্ছে, বিশেষ করে প্রাথমিক সম্মান ছাড়াই।”

তিনি বলেন, “তখনো ভারতে জিম সংস্কৃতি গড়ে ওঠেনি। আমি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) শংকর বাসুর পরীক্ষার বিষয় ছিলাম। পাওয়ারলিফটিং আমার সঙ্গেই শুরু হয়।”

উথাপ্পা আরও জানান, গ্রেগ চ্যাপেলের একটি খারাপ অভ্যাস ছিল ড্রেসিং রুমের তথ্য বাইরে ফাঁস করা। “যখন তার পরিকল্পনা অনুযায়ী কিছু হতো না, তখন তিনি তথ্য ফাঁস করতেন। এটা খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেনি।”

Robin Uthappa Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Greg Chappel Greg Chappell
Advertisment